শুক্রবার, ১৫ জুলাই, ২০২২ ০০:০০ টা

ভ্যাপসা গরম আরও দুই দিন

নিজস্ব প্রতিবেদক

ভ্যাপসা গরম আরও দুই দিন

ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন। গা জুড়ানোর চেষ্টা। ছিল দুরন্তপনাও। গতকাল বুড়িগঙ্গা নদী থেকে তোলা ছবি -জয়ীতা রায়

আষাঢ়ের প্রায় শেষ। এ সময় গরমের এত তীব্রতা অনেকটা অস্বাভাবিক। কয়েকদিন ধরে রাজধানীসহ সারা দেশের মানুষ প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছে। আবহাওয়া অফিস বলছে, আগামী শনিবার পর্যন্ত মৃদু দাবদাহ থাকার আশঙ্কা রয়েছে। আবহাওয়াবিদরা জানান, বায়ুমণ্ডলে জলীয়বাষ্প বেশি ও বৃষ্টিপাত কম হওয়ায় এখন গরম এত বেশি অনুভূত হচ্ছে। আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, সম্প্রতি সূর্যের কিরণকাল বেশি থাকায় তাপমাত্রা বেড়েছে। দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য অনেকটাই কম থাকায় সব সময়ই বেশি গরম অনুভূত হচ্ছে। আর ঢাকাসহ দেশব্যাপী বৃষ্টিপাত কম হওয়ায় এমন দাবদাহ অন্তত আরও দুই দিন অব্যাহত থাকতে পারে। সপ্তাহের শেষে বৃষ্টিপাতের তীব্রতা বাড়লে গরম কমবে। গরমের তীব্রতা বেশি হওয়ায় দেশের বিভিন্ন জায়গায়  অসুস্থ হয়ে পড়ছে সব বয়সী মানুষ। ঈদের ছুটির পর অফিস-আদালত ও ব্যবসাপ্রতিষ্ঠান পুরোপুরি চালু না হওয়ায় খুব প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে বেরোচ্ছে না। ঢাকার  রিকশাচালকের অনেককেই ক্লান্ত হয়ে বিশ্রাম নিতে দেখা যায়। হাসপাতালগুলোয়ও বাড়ছে রোগীর চাপ। মহাখালীর আইসিডিডিআরবি হাসপাতালে প্রতিদিনই নারী-শিশুসহ নতুন রোগী ভর্তি হচ্ছে। চিকিৎসকরা বলছেন, গরম বেশি পড়ায় এবং অস্বাস্থ্যকর খাবার খেয়ে মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। কলেরার মতো রোগের ঝুঁকিও বাড়ছে। ঈদের ছুটিতে যাওয়া সব মানুষ রাজধানীতে ফিরে এলে হাসপাতালগুলোয় রোগীর চাপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গতকাল সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আরও জানানো হয় : ঢাকা, ময়মনসিংহ, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, একই সময়ের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। মূলত ওড়িশা, তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর