শুক্রবার, ১৫ জুলাই, ২০২২ ০০:০০ টা
প্রকৃতি

২০ কেজি ওজনের গঙ্গা কাছিম উদ্ধার

নাটোর প্রতিনিধি

সিংড়ায় ২০ কেজি ওজনের একটি গঙ্গা কাছিম উদ্ধার করেছেন পরিবেশকর্মীরা। গতকাল দুপুর ১টায় স্থানীয় পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও সহসভাপতি হাসান ইমামের নেতৃত্বে চলনবিলের ডাহিয়ায় অভিযান চালিয়ে এ বিরল প্রজাতির কাছিমটি উদ্ধার করা হয়। চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, বুধবার চলনবিলের ডাহিয়ার একটি বানার ফাঁদে ২০ কেজি ওজনের কাছিমটি পান স্থানীয় মৎস্যজীবী সুজা ও সামাউল ইসলাম। পরে সেটি ২০ হাজার টাকায় কিনে নেন স্থানীয় সেলুন ব্যবসায়ী সুবেন। বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে সমালোচনা শুরু হয়। ডাহিয়ায় অভিযান চালিয়ে কাছিমটি উদ্ধার করা হয়। আর এ উদ্ধারকাজে সহযোগিতা করেন উপজেলা ছাত্রলীগ সভাপতি, পরিবেশকর্মী সজীব ইসলাম জুয়েল, স্থানীয় ইউপি সদস্য রুবেল হোসাইনসহ এলাকাবাসী। কাছিমটি রাজশাহী বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বিভাগীয় কর্মকর্তাকে হস্তান্তর করা হবে। এ বিষয়ে বন সংরক্ষক মোল্লা রেজাউল করিম বলেন, প্রকৃতির ভারসাম্য রক্ষায় এটি সংরক্ষণ করা দরকার। যদি এরা হারিয়ে যায় তবে প্রকৃতির ভারসাম্য নষ্ট হবে।

সর্বশেষ খবর