শনিবার, ১৬ জুলাই, ২০২২ ০০:০০ টা

করোনায় আরও দুই মৃত্যু, শনাক্ত ১০৫১

নিজস্ব প্রতিবেদক

বিশ্বে করোনার সংক্রমণ আবার বাড়ছে। বাংলাদেশেও জুনের শুরু থেকে বাড়ছে ভাইরাসটির প্রকোপ। গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে দুজন করোনা রোগীর মৃত্যু হয়েছে। নতুন করে সংক্রমণ শনাক্ত হয়েছে ১ হাজার ৫১ জনের দেহে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) কভিড-১৯ বিষয়ক বিশেষ দূত ডেভিড নাবারো বলেছেন, ভাইরাসটি বেশ চতুর হয়ে উঠেছে। ক্রমাগত রূপ পরিবর্তন করে আমাদের রোগ প্রতিরোধব্যবস্থা ভেঙে ফেলতে পারছে। এ কারণেই সংক্রমণ বাড়ছে। স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গত  ২৪ ঘণ্টায় দেশে ৯ হাজার ১০০ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ৫১ জনের দেহে সংক্রমণ ধরা পড়েছে। শনাক্তের হার ১১.৫৫ শতাংশ। এই সময়ে মারা গেছে দুজন। সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৯৫৭ জন। গতকাল পর্যন্ত দেশে মোট ১৯ লাখ ৯৪ হাজার ৪৩৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে প্রাণ গেছে ২৯ হাজার ২২৫ জনের। সুস্থ হয়ে উঠেছে ১৯ লাখ ২১ হাজার ১২৩ জন। গত এক দিনে ঢাকা ও মেহেরপুর জেলায় একজন করে মারা গেছে। দুজনই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত ২৪ ঘণ্টায় ঢাকা জেলাতেই শনাক্ত হয়েছে ৪৩০ জন করোনা রোগী, যা মোট শনাক্তের ৪০.৯১ শতাংশ। ওমিক্রনের দাপট কমলে ফেব্রুয়ারির শেষ দিকে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা হাজারের নিচে নেমে আসে। ২৬ মার্চ তা ১০০-এর নিচে নামে। গত ৫ মে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ায়  চারজনে। জুনের শুরু থেকে দ্রুত শনাক্ত রোগীর সংখ্যা বাড়তে থাকে। ডব্লিউএইচওর বিশেষ দূত ডেভিড নাবারো গত বৃহস্পতিবার স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, করোনার সংক্রমণ রোধে নেওয়া পদক্ষেপের চেয়ে ভাইরাসটি এক ধাপ এগিয়ে রয়েছে। সংক্রমণ আবার বাড়ার কারণ হলো ভাইরাসটির ক্রমাগত রূপ বদল। এটা আমাদের রোগ প্রতিরোধব্যবস্থা ভেঙে ফেলতে পারছে। করোনার বিস্তারের বিরুদ্ধে সতর্কতা অবলম্বন মানুষ অনেকটাই বন্ধ করে দিয়েছে। লোকজনকে এখন আর মাস্ক পরতে দেখা যাচ্ছে না; যা সংক্রমণ বাড়াতে ভূমিকা রাখছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর