শনিবার, ১৬ জুলাই, ২০২২ ০০:০০ টা

হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ২০

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের বাহুবলে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে দুলাল মিয়া (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত দুলাল সাতকাপন ইউনিয়নের শংকরপুর গ্রামের মৃত ইদ্রিছ মিয়ার ছেলে। সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন আরও প্রায় ২০ জন। বৃহস্পতিবার রাত ৮টায় উপজেলার সাতকাপন ইউনিয়নের গোসাই বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, শংকরপুর গ্রামের মাস্টারবাড়ি গোষ্ঠী ও রশিদের গোষ্ঠীর মধ্যে বাঁশ কাটা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় দুই গোষ্ঠীর লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে স্থানীয় গোসাই বাজারে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে দুলাল মিয়ার বুকে প্রতিপক্ষের লোকজন ছুরিকাঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিক আশপাশের লোকজন এসে দুলালকে উদ্ধার করে বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সংঘর্ষে গুরুতর আহত একই গ্রামের ইদ্রিছ মিয়ার ছেলে কাজল মিয়া (৪৫), মৃত মুনছব উল্লাহর ছেলে শফিক মিয়া (৫০) ও আকবর আলীর ছেলেশাহজাহান মিয়াকে (৪২) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং মৃত মুনছব উল্লার ছেলে বশির মিয়া (৪৫) এবং জালাল উদ্দিনের ছেলে তোফায়েলকে (১৯) বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বাহুবল মডেল থানার ওসি রকিবুল ইসলাম খান সংঘর্ষে নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর