শনিবার, ১৬ জুলাই, ২০২২ ০০:০০ টা

এসএসসি পরীক্ষার্থীকে যৌন নিপীড়নে মামলা, হুমকিতে বন্ধ স্কুল

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুরে এক এসএসসি পরীক্ষার্থীকে যৌন নিপীড়নের জন্য মামলা করায় হুমকির মুখে পড়েছে পরিবার। এ অবস্থায় স্কুলে যাওয়াও বন্ধ হয়ে গেছে ওই পরীক্ষার্থীর।

গতকাল দুপুরে ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগী ও তার পরিবার। এ সময় ভুক্তভোগী এসএসসি পরীক্ষার্থীর মা লিখিত বক্তব্যে বলেন, তার কন্যা রাজাপুর পাইলট স্কুলের এ বছর এসএসসি পরীক্ষার্থী। ২ জুলাই রাত ৮টার দিকে ভক্তভোগী বাসায় একা ছিল। এ সময় একই এলাকার মৃত আশ্রাব আলী খলিফার পুত্র শফিক খলিফা দুই সঙ্গীসহ বাসায় ঢুকে তাকে যৌন নিপীড়ন করে ও সম্ভ্রম নষ্ট করার চেষ্টা চালায়। তখন ভুক্তভোগীর ডাকচিৎকারে নির্যাতনকারীরা পালিয়ে যায়। এ অপকর্মে শফিক খলিফাকে সহযোগিতা করে একই এলাকার আইউব আলীর পুত্র মিজান, মৃত আশ্রাব আলী খলিফার পুত্র আবদুর রাজ্জাক। এ ঘটনায় ৪ জুলাই ঝালকাঠি নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল আদালতে তিনজনকে আসামি করে মামলা করা হয়। এরপর থেকে আসামিরা মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছে। তিনি বলেন, ‘আমার পরিবার এখন ভয়ভীতির মধ্যে জীবনযাপন করছে। কন্যার পড়াশোনা বন্ধ হয়ে গেছে। হামলাকারীদের ভয়ে সে স্কুলে যেতে পারছে না।’ তিনি প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ঠু বিচার প্রত্যাশা করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভোগীর মা, ফুফু, চাচা, চাচি এবং সহপাঠীরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর