সোমবার, ১৮ জুলাই, ২০২২ ০০:০০ টা
বেপরোয়া খুনোখুনি সারা দেশে

সালিশ বৈঠকে বল্লমের আঘাতে যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সালিশ বৈঠকে বাগবিতন্ডার জেরে বল্লমের আঘাতে শাহ আলম নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার রাতে তিনি বল্লমের আঘাতে আহত হলে গতকাল সকালে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শাহ আলম উপজেলার বড়াইল ইউনিয়নের মৃত মালেক সরদারের ছেলে। নিহতের পরিবার জানায়, শুক্রবার স্থানীয় জাহের মিয়ার ছেলে বাহার মিয়া ও সফর মিয়ার ছেলে আরাফাতের মধ্যে ঝগড়া হয়। বিষয়টি মীমাংসা করতে শনিবার রাতে এলাকার জাহের মিয়ার উঠানে সালিশি বৈঠক ডাকা হয়। বৈঠকে জিয়া নামে একজন না আসায়, সভায় উপস্থিত শাহ আলম তার কারণ জানতে চান। এ নিয়ে সফর মিয়া, সাঈদুল, ছুট্টু ও আরাফাতের সঙ্গে শাহ আলমের বাগবিতন্ডা হয়। একপর্যায়ে তারা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে শাহ আলমের ওপর হামলা চালায়। এতে তার একটি চোখে বল্লমের আঘাত লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে শহরের নিউ ল্যাবএইড হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়। অবস্থার আরও অবনতি হলে মধ্যরাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়ার পথে মারা যান। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর