সোমবার, ১৮ জুলাই, ২০২২ ০০:০০ টা
বেপরোয়া খুনোখুনি সারা দেশে

গণপিটুনিতে যুবক নিহত স্বজনদের দাবি পরিকল্পিত

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মোবাইল চুরির অভিযোগে ‘গণপিটুনিতে’ রাজু খান (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। তবে তার স্বজনদের অভিযোগ পরিকল্পিতভাবে বাড়ি থেকে ডেকে নিয়ে তাকে হত্যা করা হয়েছে।

শনিবার রাত ৩টায় টুঙ্গিপাড়া উপজেলা সদরের পশু হাসপাতালের ভিতর এ ঘটনা ঘটে। নিহত রাজু খান টুঙ্গিপাড়া  উপজেলার গহরডাঙ্গা গ্রামের সাদেক খানের ছেলে। নিহতের চাচা আক্কেল আলি খানের অভিযোগ, পরিকল্পিতভাবে বাড়ি থেকে ডেকে নিয়ে রাজুকে হত্যা করা হয়েছে। প্রতিপক্ষের সঙ্গে দীর্ঘদিন ধরে তাদের জমি নিয়ে বিরোধ চলছে। এদিকে কোটালীপাড়া থানায় নিহত রাজু খানের নামে ২০২১ সালে একটি চুরির অভিযোগ ছিল বলে জানান টুঙ্গিপাড়া থানার ডিউটি অফিসার সাব ইন্সপেক্টর আফজাল শাহীন। পুলিশ বলছে, গতরাতে পশু হাসপাতালের কাছে এক বাসায় চুরি করতে গেলে জনগণের হাতে ধরা পড়ে ওই যুবক। পরে সেখানে তাকে গণপিটুনি দেওয়া হলে মারাত্মক আহত হন। আহত অবস্থায় টুঙ্গিপাড়া স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। এ ঘটনায় টুঙ্গিপাড়া থানা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে। লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (তদন্ত) তন্ময় মন্ডল জানান, নিহতের বিরুদ্ধে একাধিক মোবাইল চুরির অভিযোগ রয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়ের হয়নি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর