মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২ ০০:০০ টা

ডিবি পরিচয়ে ৩৮ ভরি স্বর্ণালঙ্কার ছিনতাই

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে ৩৮ ভরি স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত রবিবার সকালে গাবতলী বাস টার্মিনালে টিটু প্রধানীয় নামের এক ব্যক্তির কাছ থেকে এসব স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়া হয়েছে বলে পুলিশের কাছে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় গতকাল টিটু প্রধানীয় দারুস সালাম থানায় একটি মামলা করেছেন।

পুলিশ বলছে, অজ্ঞাতনামা পাঁচ থেকে ছয়জন টিটু প্রধানীয় নামে এক ব্যক্তির কাছ থেকে একটি ব্যাগ ছিনিয়ে  নিয়ে যায়। ওই ব্যাগে ৩৮ ভরি ১৪ আনা স্বর্ণালঙ্কার ছিল। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) আ স ম মাহাতাব উদ্দিন বলেছেন, ডিবি পরিচয়ে এক ব্যক্তির কাছ থেকে সোনা ছিনিয়ে নিয়েছে ডাকাত দলের সদস্যরা। এ ঘটনায় মামলা হয়েছে। পুলিশ স্বর্ণালঙ্কার উদ্ধার ও জড়িত ব্যক্তিদের গ্রেফতারের চেষ্টা করছে।  মামলার এজাহারে বলা হয়েছে, টিটু প্রধানীয় রাজধানীর তাঁতীবাজার এলাকার ধানসিঁড়ি চেইন অ্যান্ড বল হাউস নামে একটি স্বর্ণালঙ্কারের দোকানে চাকরি করেন। রবিবার একটি স্কুলব্যাগে করে স্বর্ণালঙ্কার নিয়ে টাঙ্গাইলের মির্জাপুর ও সখীপুরের বিভিন্ন সোনার দোকানে পৌঁছে দিতে যাচ্ছিলেন। টিটু তাঁতীবাজার থেকে গাবতলী এসে বাসের জন্য অপেক্ষা করছিলেন। তখন অজ্ঞাতনামা এক ব্যক্তি ডিবি পরিচয় দিয়ে তার নাম, ঠিকানা ও পেশা জানতে চান। জবাবে নিজের পরিচয় দেন টিটু। তার কাছে ২৬ লাখ টাকার স্বর্ণালঙ্কার রয়েছে বলেও জানান। পরে ওই ব্যক্তি স্বর্ণালঙ্কারের কাগজপত্র দেখতে চান। যখন ওই ব্যক্তির সঙ্গে টিটু কথা বলছিলেন, তখন আরও ৪/৫ জন সেখানে আসে। তারা জোর করে স্বর্ণালঙ্কারের ব্যাগ ছিনিয়ে নেয়। এরপর টিটুকে তেজগাঁও থানায় নিয়ে যাওয়ার কথা বলে একটি মোটরসাইকেলে উঠিয়ে মিরপুর বেড়িবাঁধ এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে বিজয় সরণি এলাকায় এসে তারা নেমে যায়।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর