শিরোনাম
বুধবার, ২০ জুলাই, ২০২২ ০০:০০ টা

গায়ে পেট্রোল ঢেলে আত্মহত্যার চেষ্টা সোনা ব্যবসায়ীর

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে সোনা বিক্রির টাকা না পেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন গৌড়াঙ্গ কর্মকার নামের এক সোনা ব্যবসায়ী। সোমবার বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এ নিয়ে বেশ তোলপাড়ের সৃষ্টি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকের সামনের রাস্তায় বিকাল সাড়ে ৩টায় এক ব্যক্তি গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। এ সময় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বৃক্ষমেলা উপলক্ষে র‌্যালির প্রস্তুতি চলছিল। র‌্যালিতে উপস্থিত থাকা বিভিন্ন স্কুলের শিক্ষার্থী, স্কাউট সদস্য ও স্থানীয় জনতার সহযোগিতায় ওই ব্যবসায়ীকে উদ্ধার করে ফরিদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় ওই সোনা ব্যবসায়ীর পকেটে একটি চিরকুট পাওয়া যায়। ওই চিরকুটটি ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ ও পৌরমেয়র অমিতাভ বোস বরাবর লেখা খোলা চিঠি।  চিরকুট সূত্রে জানা যায়, সোনা ব্যবসায়ী গৌড়াঙ্গ কর্মকার ও তার অন্য প্রতিবন্ধী ভাই শহরের নিলটুলিতে নয়ন জুয়েলার্স নামক একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। গত ২৫ বছর ধরে ওই দুই প্রতিবন্ধী ভাই সোনার ব্যবসা করে আসছেন। করোনাকালীন সময়ে দোকান বন্ধ থাকায় তারা সোনা বিক্রি করে টাকা ব্যাংকে রাখার সিদ্ধান্ত নেন। এটি জানতে পেরে পার্শ্ববর্তী পূর্ণ জুয়েলার্সের মালিক অয়ন কর্মকার সুমন ও তার বাবা সুধির কর্মকার মিলে ভরিপ্রতি ২০০ টাকা বেশি দেওয়ার প্রলোভন দেখিয়ে ২৪ ক্যারটের মোট ২৪০ ভরি ওজনের সোনা নেয়। পরবর্তীতে টাকা চাইতে গেলে অয়ন কর্মকার তালবাহানা ও দুই প্রতিবন্ধী ব্যবসায়ীকে বিভিন্ন হুমকি দিতে থাকে। গৌড়াঙ্গ কর্মকারের স্বজনদের অভিযোগ, গত ২৫ মে সোনা ব্যবসায়ী গৌড়াঙ্গকে অয়ন কর্মকার বাসায় ডেকে নিয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও অ্যাসিড দিয়ে পুড়িয়ে মারার ভয় দেখিয়ে বিভিন্ন কাগজপত্রে সই করতে বাধ্য করে। যার কারণে তিনি আত্মহত্যা করার চেষ্টা করেন। অভিযুক্ত পূর্ণ জুয়েলার্সের স্বত্বাধিকারী অয়ন কর্মকার পলাতক থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। অয়ন কর্মকারের ব্যবসা প্রতিষ্ঠানটিও বন্ধ দেখা গেছে। ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বলেন, এ বিষয়ে লিখিত কোনো অভিযোগ আমরা পাইনি। তবে অন্য সোর্সে খবরটি জানতে পেরেছি। কেউ যদি অভিযোগ দেয় পুলিশ সেটি গ্রহণ করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেবে।

সর্বশেষ খবর