বুধবার, ২০ জুলাই, ২০২২ ০০:০০ টা
অমানবিক

চিকিৎসার কথা বলে মাকে সড়কের পাশে ফেলে গেলেন ছেলে!

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

চিকিৎসার কথা বলে মাকে সড়কের পাশে ফেলে গেলেন ছেলে!

পটুয়াখালীর দশমিনার বৃদ্ধা মাজেদা বেগম মর্জিনাকে ডাক্তার দেখানোর কথা বলে শতাধিক কিলোমিটার দূরের গৌরনদীর বাটাজোরে ফেলে পালিয়েছেন তাঁর ছেলে ও ছেলের স্ত্রী। বৃষ্টিতে ভিজে অসুস্থ হয়ে পড়া ৭০ বছর বয়সী ওই বৃদ্ধাকে সোমবার রাত ১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা।

বাটাজোর বাংলা লিংক টাওয়ারের পাহারাদার আবদুল করিম জানান, বৃদ্ধাকে অচেতন অবস্থায় সোমবার সন্ধ্যায় টাওয়ারের কাছে মহাসড়কের পাশে পেয়ে প্রথমে স্থান দেন স্থানীয়রা। রাত ১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন মো. শিপন নামে এক ব্যক্তি। স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন বৃদ্ধা জ্ঞান ফেরার পর জানান, তাঁর নাম মাজেদা বেগম, স্বামী চান মিয়া মৃধা আর ছেলের নাম শাহ আলম মৃধা। গ্রাম নলখোলা, উপজেলা দশমিনা, জেলা পটুয়াখালী। ছেলে ও তার স্ত্রী তাঁকে ডাক্তার দেখানোর কথা বলে ওই স্থানে রেখে চলে যান। গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তৌকির আহম্মেদ জানান, বৃদ্ধার শরীর দুর্বল। গায়ে সামান্য জ্বর আছে। তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে। গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপিন চন্দ্র বিশ্বাস বলেন, ‘বিষয়টি খুব অমানবিক। বৃদ্ধার চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। তাঁর সঙ্গে যারা অমানবিক আচরণ করেছেন তাদের খুঁজে আইনের আওতায় আনা হবে।’

সর্বশেষ খবর