বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২ ০০:০০ টা

চেয়ারম্যানের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ায় হাতুড়িপেটা

বরগুনা প্রতিনিধি

বরগুনা জেলা কৃষক লীগ সভাপতি ও ঢলুয়া ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান আজিজুল হক স্বপনের বিরুদ্ধে সাক্ষ্য  দেওয়ায় দুজন ইউপি সদস্যের ওপর হামলার অভিযোগ উঠেছে। আহত ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ. বারেক বরগুনা থানায় চেয়ারম্যান, তার দুই ভাই, গাড়ির ড্রাইভারসহ ১০/১২ জনের বিরুদ্ধে মামলা করেছেন। মঙ্গলবার সন্ধ্যায় ঢলুয়া  ইউনিয়নের ৩ ও ৪ নম্বর খাজুরতলা মাদরাসা এলাকায় চেয়ারম্যানের গাড়ির ড্রাইভার রিয়াজ ও  চেয়ারম্যানের ভাইদের নেতৃত্বে এই হামলা করা হয় বলে প্রত্যক্ষদর্শী এবং আহত ইউপি সদস্যরা সাংবাদিকদের কাছে অভিযোগ করেন। গুরুতর আহত ইউপি সদস্য মো. কবির এবং গোলাম ফরিদকে স্থানীয়রা উদ্ধার করে বরগুনা হাসপাতালে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় রাতেই তাদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত ইউপি সদস্য কবির এবং গোলাম ফরিদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ইউপি চেয়ারম্যান আজিজুল হক স্বপনের বিরুদ্ধে সংরক্ষিত ইউপি সদস্য খাদিজা আক্তার ছবি সেবামূলক সরকারি বরাদ্দ সেবা গ্রহণকারীদের কাছ  থেকে অর্থ আদায়সহ দুর্নীতির অভিযোগ করেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ে। চেয়ারম্যানের বিরুদ্ধে আনীত অভিযোগের মন্ত্রণালয়ের তদন্তে ওই দুই ইউপি সদস্যসহ ভুক্তভোগীরা সাক্ষ্য দেওয়ায় তাদের ওপর ক্ষিপ্ত হয়ে হুমকি দেয় বলে অভিযোগ করেন ইউপি সদস্যরা। ইউপি সদস্য কবির বলেন, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে আমরা  মোটরসাইকেলযোগে আসার সময় আমাদের পথরোধ করে চেয়ারম্যানের ড্রাইভার রিয়াজের নেতৃত্বে হাতুড়ি ও হকিস্টিক দিয়ে হত্যার উদ্দেশে হামলা করা হয়। ইউপি সদস্যদের ওপর চেয়ারম্যানের নির্দেশে হামলার অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান আজিজুল হক স্বপন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, তাদের সঙ্গে আমার বিরোধ আছে, কিন্তু তাই বলে আমি কেন তাদের ওপর হামলা চালাব? তার গাড়ির ড্রাইভারের নেতৃত্বে হামলা করার অভিযোগের বিষয় তিনি বলেন, আমি জানি  না, তবে অভিযোগ ঠিক নয় বলে তিনি দাবি করেন।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ২জন ইউপি সদস্যের ওপর হামলার ঘটনায় গতকাল আহত ইউপি সদস্য গোলাম ফরিদের বাবা আঃ বারেক ৪ চেয়ারম্যানসহ চারজনকে আসামি করে মামলা করেছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর