শনিবার, ২৩ জুলাই, ২০২২ ০০:০০ টা

করোনায় তিনজনের মৃত্যু, শনাক্ত ৬২০

নিজস্ব প্রতিবেদক

দেশে নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ শনাক্তের হার, দৈনিক শনাক্তের সংখ্যা ও মৃত্যু কমেছে গত ২৪ ঘণ্টায়। গত এক দিনে ৬২০ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ছিল ৮.৩৬ শতাংশ। মারা গেছেন দুজন। আগের দিন শনাক্ত হয়েছিলেন ৮৮৪ জন। শনাক্তের হার ছিল ৯.৮১ শতাংশ ও মৃত্যু হয়েছিল ছয়জনের। করোনা সংক্রমিত হয়ে গতকাল মোট ৫৪২ জন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এর মধ্যে আইসিইউতে ছিলেন ৯৫ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৪১৯ জনের নমুনা পরীক্ষা করে ৬২০ জনের দেহে সংক্রমণ পাওয়া যায়। এ সময় সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৭৬৫ জন। মহামারির শুরু থেকে গতকাল পর্যন্ত দেশে মোট ২০ লাখ ৮৯৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৯ লাখ ৩৩ হাজার ২৫৯ জন। মারা গেছেন ২৯ হাজার ২৫৮ জন।

গত এক দিনে মৃত দুজন পুরুষ। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। উভয়ে অশীতিপর। একজন বরিশালে ও অন্যজন সিলেটে মারা যান।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যাও কমেছে। মোট ৩৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন গত এক দিনে। এর মধ্যে ঢাকায় ৩৪ ও ঢাকার বাইরে একজন। আগের দিন ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬৯ জন। তবে সুস্থতার চেয়ে নতুন ভর্তি বাড়ায় হাসপাতালে মোট ডেঙ্গু রোগী আগের দিনের চেয়ে ১২ জন বেড়েছে। গতকাল ২৭৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি ছিলেন। ঢাকায় ২১৫ ও ঢাকার বাইরে ৬১ জন। আগের দিন সারা দেশে মোট ভর্তি ছিলেন ২৬৪ জন।

সর্বশেষ খবর