সোমবার, ২৫ জুলাই, ২০২২ ০০:০০ টা

শ্রীপুরে ট্রেন-বাস সংঘর্ষে ঝরল পাঁচ প্রাণ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে ট্রেন-বাস সংঘর্ষে পাঁচজন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ২০ জন। এ দুর্ঘটনার জন্য স্থানীয়রা দুষছেন লেভেল ক্রসিংয়ের গেটম্যানকে। শ্রীপুরের বরমী ইউনিয়নের মাইজ পাড়া লেভেল ক্রসিংয়ে গতকাল সকাল সাড়ে ৭টায় ট্রেনের সঙ্গে পোশাক শ্রমিকবাহী বাসের সংঘর্ষ হয়। সংঘর্ষে হতাহতরা বাস ও ট্রেনের যাত্রী। দুর্ঘটনার পর জেলা প্রশাসনের পক্ষ থেকে চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমান।

শ্রীপুর রেলস্টেশনের মাস্টার হারুন অর রশিদ জানান, ঢাকা থেকে ময়মনসিংহগামী বলাকা কমিউটার ট্রেনটি সকাল ৭টা ৫ মিনিটে শ্রীপুর থেকে ছেড়ে যায়। কাওরাইদ স্টেশন ও সাতখামাইর স্টেশনের মাঝামাঝি মাইজ পাড়া এলাকায় ক্রসিং পার হওয়ার সময় শ্রমিকবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসযাত্রী এক নারী নিহত ও ২০ জন আহত হন। গাজীপুর রেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শহিদুল্লাহ্ জানান, ঘটনাস্থলে প্রিয়া (২২) নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত দুজনকে ট্রেনে করে চিকিৎসার জন্য ময়মনসিংহে নেওয়ার পথে মারা যান। তাদের মরদেহ গফরগাঁও রেলস্টেশনে রেল পুলিশে বুঝিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া বাস চালক ও আরেক যাত্রীকে আহতাবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান। আহতদের স্থানীয় হাসপাতালসহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়রা জানান, লেভেল ক্রসিংয়ে দায়িত্বে থাকা তিনজন গেটম্যানের কেউই দুর্ঘটনার সময় ছিল না। গেটম্যানের অবহেলার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে তাদের দাবি। দুর্ঘটনাস্থলের পাশে গ্রাম পুলিশ গণেশ রবি দাসের বাড়ি। তিনি জানান, আল আমিন, মাহমুদ উল্ল্যাহ নামের দুজন এখানে গেটম্যানের দায়িত্ব পালন করতেন। সম্প্রতি এক গেটম্যান ট্রেনের নিচে কাটা পড়ে মারা গেলে সম্প্রতি নতুন একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিন শিফটে আট ঘণ্টা করে তাদের দায়িত্ব পালনের কথা থাকলেও তারা সঠিক সময়ে দায়িত্ব পালন করতেন না। সন্ধ্যা নামলেই তারা গেট এলাকা ছেড়ে চলে যান। আবার সকাল ৯টার পর লেভেল ক্রসিং এলাকায় দায়িত্বে আসেন। সব সময়ই তারা দায়িত্বে অবহেলা করেন। স্থানীয় অপর ব্যক্তি আলিম উদ্দিন জানান, গেটম্যানরা ঠিকমতো দায়িত্ব পালন করেন না। তারা গেট ছেড়ে আশপাশে আড্ডায় থাকেন। ট্রেন এলেও অনেক সময় নামানো হতো না লেভেল ক্রসিংয়ের বার। ঘটনাস্থল পরিদর্শন করে জেলা প্রশাসক জানান, নিহতের পরিবারকে মরদেহ দাফনের জন্য ২০ হাজার টাকা ও আহতদের চিকিৎসা ব্যয় বাবদ ১০ হাজার টাকা দেওয়া হবে।

সর্বশেষ খবর