রাজধানীর অভিজাত হিসেবে খ্যাত গুলশান এলাকা। এই অভিজাত এলাকার বিভিন্ন সড়ক, এমনকি মূল সড়কেও চলছে খোঁড়াখুঁড়ি। কোথাও ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো), আবার কোথাও খোদ ঢাকা উত্তর সিটি করপোরেশন চালাচ্ছে এ কর্মযজ্ঞ। ড্রেনেজ, ফুটপাত, মিডিয়ামওয়ে ও বৈদ্যুতিক তার মাটির নিচ দিয়ে যাওয়ার ব্যবস্থা করতে চলছে এ কাজ। দীর্ঘদিন ধরে বিভিন্ন সড়কে সমন্বয়হীন খোঁড়াখুঁড়িতে সীমাহীন…