বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২ ০০:০০ টা

ফের চালু হলো ৪৮ পৃষ্ঠার ই-পাসপোর্ট

নিজস্ব প্রতিবেদক

অনলাইনে প্রায় দুই মাস বন্ধ থাকার পর আবারও ৪৮ পৃষ্ঠার ই-পাসপোর্টের বই ইস্যু শুরু হয়েছে। গতকাল সন্ধ্যা থেকে এ কার্যক্রম শুরু হয়। আগের মতো নির্ধারিত ফি-তে ৬৪ পাতার পাসপোর্ট বইও ইস্যু করবে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতর (ডিআইপি)।

গত মঙ্গলবার ই-পাসপোর্ট ও ই-গেটের প্রকল্প পরিচালকের কার্যালয় থেকে এ বিষয়ে ডিআইপির মহাপরিচালককে চিঠি দেওয়া হয়েছে। ই-পাসপোর্ট প্রকল্প পরিচালক কার্যালয়ের কর্নেল মো. খালিদ সায়ফুল্লাহ স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, গতকাল সন্ধ্যা থেকে একজন গ্রাহক ই-পাসপোর্টের ৪৮ অথবা ৬৪ পাতার যে কোনো একটি বইয়ের জন্য আগের নিয়মে আবেদন করতে পারবেন। এর আগে, গত ২৯ মে কোনো কারণ উল্লেখ না করেই শুধু ৪৮ পাতার ই-পাসপোর্ট বই ইস্যু বন্ধ করেছিল ডিআইপি। এ বিষয়ে ডিআইপির ই-পাসপোর্টের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাদাত হোসেন জানান, ৪৮ পৃষ্ঠার পাসপোর্টে গ্রাহকরা বেশি নিচ্ছিল। ফলে সরকারি সম্পদের সুষ্ঠু ব্যবহারের জন্য ৪৮ পৃষ্ঠার পাসপোর্ট সাময়িকভাবে বন্ধ রাখা হয়। এ সময় ৬৪ পৃষ্ঠার পাসপোর্ট চালু রাখা হয়। প্রায় দুই মাসের মতো বন্ধ রাখার পর গতকাল থেকে ৪৮ পৃষ্ঠার পুনরায় চালু করা হয়েছে। এখন থেকে গ্রাহকরা ৬৪ বা ৪৮ পৃষ্ঠার পাসপোর্ট নিতে পারবেন।

সর্বশেষ খবর