শুক্রবার, ২৯ জুলাই, ২০২২ ০০:০০ টা

করোনায় দিনের ব্যবধানে কমেছে শনাক্ত ও মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাস সংক্রমণে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে চারজনের মৃত্যু হয়েছে। নতুন করে সংক্রমণ ধরা পড়েছে ৬১৮ জনের দেহে। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ছিল ৬.৬২ শতাংশ। সুস্থ হয়ে উঠেছেন ৮৭২ জন। এক দিনের ব্যবধানে গত ২৪ ঘণ্টায় মৃত্যু, দৈনিক শনাক্তের সংখ্যা ও শনাক্তের হার কমেছে। বেড়েছে সুস্থতা। আগের দিন করোনায় মৃত্যু হয়েছিল পাঁচজনের। নতুন শনাক্ত হয়েছিলেন ৬২৬ জন। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ছিল ৬.৮৩ শতাংশ ও সুস্থ হয়ে উঠেছিলেন ৮৩৯ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গতকাল পর্যন্ত দেশে মোট ২০ লাখ ৪ হাজার ১৮৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ২৯ হাজার ২৮৪ জন। সুস্থ হয়ে উঠেছেন ১৯ লাখ ৪০ হাজার ৮৩ জন। গত এক দিনে মৃতের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী। একজনের বয়স ৩০ বছরের নিচে। তিনজন পঞ্চাশোর্ধ্ব। চট্টগ্রাম বিভাগে তিনজনের ও ঢাকা বিভাগে একজনের মৃত্যু হয়েছে। সবাই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

সর্বশেষ খবর