রবিবার, ৩১ জুলাই, ২০২২ ০০:০০ টা

শেয়ার ধরে রাখলে লোকসান হবে না

অধ্যাপক আবু আহমেদ

শেয়ার ধরে রাখলে লোকসান হবে না

শেয়ারবাজার বিশ্লেষক অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ বলেছেন, শেয়ারবাজারে ভীতি ছড়িয়েছে একটি গোষ্ঠী। এই ভীতির কারণে সবাই শেয়ার বিক্রি করে দিচ্ছেন। তবে এখানে নিয়ন্ত্রক সংস্থার ভূমিকা আছে বলে মনে হয়। তিনি বলেন, বিশ্বব্যাপী আর্থিক সংকটের যে প্রভাব দেশীয় অর্থনীতিতে পড়েছে তার কারণে শেয়ারবাজার অস্থিতিশীল। এটা বিনিয়োগকারীদের জন্য আতঙ্ক তৈরি হয়েছে। এই আতঙ্কের কোনো ভিত্তি নেই। বাজারে এমন কোনো সংকট তৈরি হয়নি যাতে পেনিক সেল করতে হবে প্রতিদিন। শেয়ার ধরে রাখলে দীর্ঘমেয়াদে লোকসান হবে না। বাংলাদেশ প্রতিদিনকে আবু আহমেদ বলেন, কয়েক দিন ধরে যে দরপতন হচ্ছে সেটা অর্থনীতির অনিশ্চয়তার কারণে। অনেকে মনে করছেন ডিজেলচালিত বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাবে, দ্রব্যমূল্য বাড়বে। এক ধরনের অর্থনৈতিক অনিশ্চয়তা থেকে ভীতি তৈরি হয়েছে। সেই ভীতির কারণে শেয়ারবাজারে টানা দরপতন হচ্ছে।

তিনি বলেন, শেয়ারবাজারে সবাইকে বিনিয়োগকারী হতে হবে। সবাই যদি জুয়া খেলতে চান তাহলে শেয়ারবাজারে মুনাফা করা যাবে না। আমি অনুরোধ করি সবাইকে- আপনারা বিনিয়োগকারী হন। শেয়ারবাজার এখনো বিনিয়োগের জন্য আস্থার জায়গা। টানা দরপতন হলেও শেয়ার ধরে রাখলে দীর্ঘমেয়াদে লোকসান হবে না। যারা বিনিয়োগ করতে জানেন তারা অবশ্যই এখান থেকে ভালো মুনাফা পাবেন। তিনি আরও বলেন, শেয়ারবাজারে এই ধরনের পরিস্থিতিতে সরকারি প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) বড় ভূমিকা রাখে। কিন্তু এখন তাদের কোনো ভূমিকা নেই বলে মনে হচ্ছে। তাদের জোরালো ভূমিকা থাকলে এত বেশি সমস্যা হতো না। তাদের ভূমিকা রাখা উচিত। প্রাতিষ্ঠানিক সহযোগিতা দরকার। সে বিষয়ে কর্তৃপক্ষের পদক্ষেপ নেওয়া উচিত। ব্যাংকগুলোর প্রচুর অর্থ আছে। সেটা বাজারে বিনিয়োগ নিয়ে আসা উচিত। গ্রামীণফোনের ওপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তা তুলে নেওয়াও উচিত বলে মন্তব্য করেছেন এই অর্থনীতিবিদ।

 

সর্বশেষ খবর