রবিবার, ৩১ জুলাই, ২০২২ ০০:০০ টা

কংগ্রেসের বিধায়কের গাড়ি থেকে কোটি রুপি উদ্ধার করল পুলিশ

কলকাতা প্রতিনিধি

পশ্চিমবঙ্গের সাবেক শিক্ষামন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেতা পার্থ চট্টোপাধ্যায়- ঘনিষ্ঠ অর্পিতা চ্যাটার্জির ফ্লাট থেকে প্রায় ৫০ কোটি রুপি উদ্ধারের পর এবার কংগ্রেসের বিধায়কের গাড়ি থেকে উদ্ধার বান্ডিল বান্ডিল রুপির  গোছা। পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের বিধানসভার সদস্য (বিধায়ক) ইরফান আনসারী নামের বোর্ড লাগানো গাড়ি থেকে উদ্ধার প্রায় কোটি রুপি। গতকাল বিকালে পশ্চিমবঙ্গের হাওড়ার কাছে ১৬ নম্বর জাতীয় সড়কের রানিহাটি  মোড়ে কোলাঘাটমুখী ওই গাড়িটিকে আটকায় পুলিশ। গাড়িটিকে ঘিরে ফেলা হয়। এরপর পুলিশকর্মীরা কালো রঙের ওই গাড়ির পেছনের ডিকি খুলতেই দেখা যায় বান্ডিল বান্ডিল রুপি।

এ ব্যাপারে পাঁচজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাঁচজনের মধ্যে তিনজন কংগ্রেসের বিধায়ক। তারা হলেন, তিন কংগ্রেস বিধায়ক রাজেশ কাশ্যপ, নমন দীক্ষিত এবং ইরফান আনসারী। যদিও বিপুল পরিমাণ রুপির স্বপক্ষে তারা কোনো নথিপত্র দেখাতে পারেননি। ওই বিপুল রুপির উৎস কী? কোথা থেকে এই রুপি আসছিল, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল- তার সবটাই খতিয়ে দেখা হচ্ছে। রাজ্য থেকে রুপি পাচার করার খবর আগে থেকেই ছিল পুলিশের কাছে। সূত্র মারফত সেই খবর পেয়ে এদিন বিকালে মুম্বাই রোডে ওই কালো রঙের ফরচুনা গাড়িটির সন্ধানে ওত পেতেছিল পুলিশ। অবশেষে রানিহাটি  মোড়ে গাড়িটি আসতেই আটকানো হয় এবং তারপরেই শুরু হয় তল্লাশি। 

সর্বশেষ খবর