সোমবার, ১ আগস্ট, ২০২২ ০০:০০ টা

রাজ-পরীর পরিবারে নতুন অতিথি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

রাজ-পরীর পরিবারে নতুন অতিথি

চট্টগ্রাম চিড়িয়াখানার ‘রাজ-পরী’ দম্পতির খাঁচায় এসেছে আরও চার নতুন অতিথি। শনিবার বিকালে চারটি বাঘ শাবক প্রসব হয়। এ নিয়ে চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘের সংখ্যা দাঁড়াল ১৬টি।

চট্টগ্রাম চিড়িয়াখানার কিউরেটর ডা. শাহাদাত  হোসেন শুভ বলেন, ‘শনিবার বিকালে চারটি শাবক প্রসব করেছে। প্রতিটা শাবকের ওজন ৮০০ থেকে ৯০০ গ্রাম। শাবকগুলো মায়ের সঙ্গে খাঁচায় রয়েছে। সাত দিন পর শাবকগুলোর লিঙ্গ নিশ্চিত হওয়া যাবে।’ জানা যায়, এক সময় বাঘ শূন্য থাকা চট্টগ্রাম চিড়িয়াখানায় ২০১৬ সালে দক্ষিণ আফ্রিকা থেকে বাঘ-বাঘিনী আমদানি করা হয়। বাঘগুলোর  বৈজ্ঞানিক নাম ‘প্যানথার টাইগ্রিস’। আমদানি করার পর থেকে চট্টগ্রাম চিড়িয়াখানায় বাড়তে থাকে বাঘের সংখ্যা। এখন আমদানি করা বাঘের বংশবৃদ্ধি হওয়ায় দেশের বিভিন্ন চিড়িয়াখানা ও সাফারি পার্কের সঙ্গে পশুর বিনিময়ে বাঘ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।

সর্বশেষ খবর