সোমবার, ১ আগস্ট, ২০২২ ০০:০০ টা

নাফ নদ থেকে ২৫ কোটি টাকার আইস ও ইয়াবা উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

টেকনাফে নাফ নদের তীরবর্তী জালিয়ার দ্বীপ এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ২৫ কোটি টাকা মূল্যের ৪ কেজি ২৭৮ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং দেড় লাখ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)। গতকাল ভোর রাতে বিজিবি টেকনাফ ২ ব্যাটালিয়নের টহল দল বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে।

বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখারের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে মিয়ানমার থেকে নাফ নদ পার হয়ে টেকনাফের  দমদমিয়া পয়েন্ট দিয়ে মাদকের বড় চালান বাংলাদেশে প্রবেশ করবে। এ খবরের সূত্র ধরে বিজিবির একটি টিম ভোর রাতে নাফ নদের জালিয়ার দ্বীপ এলাকায় অবস্থান নেয়। এ সময় বিজিবি ৩/৪ জন লোককে একটি কাঠের নৌকা নিয়ে মিয়ানমার থেকে নাফ নদের শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকতে দেখেন। তারা জালিয়ার দ্বীপে এলে পূর্ব থেকেই কৌশলগত অবস্থানে থাকা বিজিবি টহলদল তাদেরকে ধাওয়া করলে তারা নৌকা থেকে লাফিয়ে নাফ নদে ঝাঁপিয়ে পড়ে মিয়ানমারে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল নৌকাটি উদ্ধার করে পাটাতনের নিচ থেকে এবং মাছ ধরার জালের ভিতর পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় দুইটি প্লাষ্টিকের ব্যাগ উদ্ধার করে। পরে ব্যাগের ভিতর থেকে ৪ কেজি ২৭৮ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং দেড় লাখ ইয়াবা জব্দ করে। এ ব্যাপারে টেকনাফ থানায় মামলা করা হয়েছে।

সর্বশেষ খবর