সোমবার, ১ আগস্ট, ২০২২ ০০:০০ টা

বৃষ্টিস্নাত সকালে ভূমিকম্পে কাঁপল রংপুর

নিজস্ব প্রতিবেদক, রংপুর

বৃষ্টিস্নাত সকালে ভূমিকম্পে রেডজোন হিসেবে খ্যাত রংপুর বিভাগের ৮ জেলা কেঁপে উঠেছে। গতকাল সকাল ৬টা ২৮ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়। মাত্রা ছিল ৫ দশমিক ১ রিখটার স্কেল। তবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ কামরুল ইসলাম জানান, রাজধানী ঢাকা থেকে ৫২৫ কিলোমিটার উত্তরে নেপালের ভোজপুরে ভূমিকম্পের উৎপত্তিস্থল। বাংলাদেশের  রংপুর বিভাগ ও ভারত সীমান্তে ভারতের কিছু স্থানেও ভূকম্পন অনুভূত হয়েছে। রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলাসহ আশপাশের কয়েকটি এলাকায় এ ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্পে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে বৃষ্টির কারণে অনেকে ভূমিকম্পের সময় ঘর থেকে বের হতে পারেননি। তাদের অনেকেই আতঙ্কে ছিলেন।

সর্বশেষ খবর