সোমবার, ১ আগস্ট, ২০২২ ০০:০০ টা

ফ্লোর প্রাইস কার্যকরে বড় উত্থান শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক

ফ্লোর প্রাইস কার্যকরে বড় উত্থান শেয়ারবাজারে

ফ্লোর প্রাইস (দাম কমার সর্বনিম্ন সীমা) কার্যকরের কারণে  শেয়ারবাজারে বড় উত্থান হয়েছে। গতকাল  ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক বেড়েছে ১৫৩ পয়েন্ট। ফ্লোর প্রাইসের কারণে প্রতিটি সিকিউরিটিজের দাম সমন্বয় করায় গতকাল লেনদেন শুরুর আগেই সিংহভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়ে যায়। ফলে  লেনদেন শুরুর আগেই ডিএসইর প্রধান মূল্যসূচক বাড়ে ৩৬ পয়েন্ট। আর লেনদেন শুরু হতেই একের পর এক প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়তে থাকে। দিনের লেনদেন শেষে ডিএসইতে ৩৬২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ে। বিপরীতে দাম কমে সাতটির এবং ১৩টির দাম অপরিবর্তিত থাকে। এতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৫৩ পয়েন্ট বেড়ে ৬ হাজার ১৩৩ পয়েন্টে উঠেছে। মূল্যসূচকের বড় উত্থান হওয়ার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও  বেড়েছে। ডিএসইতে লেনদেন হয়েছে ৫৬৭ কোটি ৯৫ লাখ টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ৪৪১ কোটি ৭৭ লাখ টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ১২৬ কোটি ১৮ লাখ টাকা। ডিএসইতে টাকার অঙ্কে সবচেয়ে বেশি  লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের শেয়ার। দুই টাকা ৬০ পয়সা বেড়ে প্রতিষ্ঠানটির শেয়ার দর হয়েছে ১১৬ টাকা ৮০ পয়সা। কোম্পানিটির ২৯ কোটি ৭৭ লাখ টাকার  শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা কেডিএস এক্সেসরিজের ২০ কোটি ৭৬ লাখ টাকার লেনদেন হয়েছে। ১৯ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে মতিন স্পিনিং।

এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৩৭৯ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ১২ কোটি ৩৫ লাখ টাকা।  লেনদেনে অংশ নেওয়া ২৮৩টি প্রতিষ্ঠানের মধ্যে ২৬৭টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে চারটির এবং ১২টির দাম অপরিবর্তিত রয়েছে।

সর্বশেষ খবর