সোমবার, ১ আগস্ট, ২০২২ ০০:০০ টা
প্রকৃতি

বড়শিতে ১০০ কেজির শুশুক

টাঙ্গাইল প্রতিনিধি

বড়শিতে ১০০ কেজির শুশুক

টাঙ্গাইলের নাগরপুরে ধলেশ্বরী নদী থেকে বড়শিতে ধরা পড়েছে ১০০ কেজি ওজনের বিরল প্রজাতির সামদ্রিক মাছ শুশুক। সমুদ্রের দুর্লভ মাছ নদীতে ভেসে লোকালয়ে আসায় স্থানীয় লোকজনের মধ্যে ব্যাপক কৌতূহল দেখা দিয়েছে। এক নজর শুশুক মাছটি দেখতে হাজার হাজার উৎসুক জনতা ভিড় করছে। গতকাল ভোরে উপজেলার সহবতপুর ইউনিয়নের জাঙ্গালিয়ায় ধলেশ্বরী নদীতে সেন্টু নামের এক যুবকের বড়শিতে ধরা পড়ে এ শুশুকটি। সেন্টু উপজেলার সহবতপুর ইউনিয়নের চরডাঙ্গা গ্রামের আমজাদ আলীর ছেলে। স্থানীয়রা জানান, উপজেলার সহবতপুর ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় ধলেশ্বরী নদীতে সেন্টু নামে এক যুবক রবিবার ভোরে বোয়াল মাছ ধরার বড়শি (জিয়ালা বড়শি) নদীতে ফেলে। বড়শি ফেলার পর ছোট একটি বোয়াল মাছ বড়শিতে আটকে যায়। ওই যুবক মাছটি খুলে আনার জন্য উদ্যত হয়। এ সময় আকস্মিকভাবে বিশাল আকৃতির শুশুক মাছ বড়শিতে আটকে যাওয়া বোয়াল মাছকে গিলতে গিয়ে আটকে যায়।

 পরে সেন্টু মাছটি দেখে ভয় পেয়ে ডাক- চিৎকার করতে থাকে। এ সময় তার চিৎকার শুনে নদীপাড়ের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে। স্থানীয় জনতার সহায়তায় মাছটি ডাঙ্গায় তুলে আনা হয়। এরপর শুশুক মাছটি স্থানীয় জাঙ্গালিয়া ভোর বাজারে নেওয়া হয়। দ্রুত এ খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজনসহ দূরদূরান্ত থেকে হাজারো মানুষ শুশুক মাছটি দেখতে সেখানে ভিড় জমায়। এদিকে স্থানীয় ইসমাইল মিয়া জানান, মাছটি ১৫ হাজার টাকায় সেন্টুর কাছ থেকে কিনে নিয়েছে এলাকাবাসী। নাগরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মাছুম বিল্লা বলেন, মাছটি বিলুপ্তির পথে। এটি সংরক্ষিত প্রাণী। যদি জীবিত থাকত তাহলে আমরা উদ্ধার করে অবমুক্ত করতাম।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর