মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২ ০০:০০ টা

ফ্লোর প্রাইস চালুর দ্বিতীয় দিনেও বেড়েছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক

ফ্লোর প্রাইস চালুর দ্বিতীয় দিনেও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্যসূচক বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে  লেনদেনের পরিমাণ। দিনের লেনদেন শেষে ডিএসইতে ২০৩টি প্রতিষ্ঠানের  শেয়ার দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১০২টির এবং ৭৭টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩০ পয়েন্ট বেড়ে ৬ হাজার ১৬৩ পয়েন্টে উঠেছে। মূল্যসূচক বাড়ার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও বেড়েছে। দিনভর বাজারটিতে  লেনদেন হয়েছে ৯২১ কোটি ৭৩ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৫৬৭  কোটি ৯৫ লাখ টাকা। সে হিসাবে লেনদেন বেড়েছে ৩৫৩ কোটি ৭৮ লাখ টাকা। ডিএসইতে টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের শেয়ার। কোম্পানিটির ৪৪ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১ টাকা ৯০ পয়সা বেড়ে প্রতিষ্ঠানটির শেয়ার দর হয়েছে ১১৮ টাকা ৭০ পয়সা। দ্বিতীয় স্থানে থাকা ফরচুন সুজের ৩৫ কোটি ৯৭ লাখ টাকার লেনদেন হয়েছে। ৩৫ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে সোনালি পেপার। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই  বেড়েছে ১৩৬ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ১৮ কোটি ৪৪ লাখ টাকা।  লেনদেনে অংশ নেওয়া ২৮৬টি প্রতিষ্ঠানের মধ্যে ১৭৫টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৩৯টির এবং ৭২টির দাম অপরিবর্তিত রয়েছে।

 

সর্বশেষ খবর