মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২ ০০:০০ টা

সঠিক পরিমাণে তেল না পেয়ে অভিনব প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক

‘সঠিক পরিমাণে তেল চাই’ প্ল্যাকার্ড নিয়ে রাজধানীর কল্যাণপুরে একটি সার্ভিস স্টেশনের সামনে অবস্থান নেন শেখ ইসতিয়াক আহমেদ নামে এক যুবক। তিনি বেসরকারি ইস্টার্ন ব্যাংকের কর্মকর্তা।

মাপে তেল কম দেওয়ার অভিযোগে গতকাল বেলা ১১টায় তিনি দক্ষিণ কল্যাণপুরে সোহরাব সার্ভিস স্টেশনের সামনে অবস্থান নেন। বিকাল পর্যন্ত সেখানে অবস্থান করেন। ইসতিয়াক আহমেদ অভিযোগ করেন, শ্যামলীর আদাবরের বাসা থেকে গতকাল সকাল ১০টায় মোটরসাইকেলযোগে মিরপুরের বিআরটিএ কার্যালয়ে যাওয়ার পথে ৪ নম্বর দক্ষিণ কল্যাণপুরের সোহরাব সার্ভিস স্টেশন থেকে ৫০০ টাকার অকটেন নেন তিনি। কিন্তু সামনে মিটার থাকলেও তেল সরবরাহকারী আকাশ তাকে পেছনে আসতে বলেন। এতে তিনি গাছের আড়ালে পড়লে তাকে তেল দেওয়া হয়। তিনি বুঝতে পারেন তাকে তেল দিতে কারসাজি করা হয়েছে। ৫০০ টাকার ভাউচার পেলেও সঠিক পরিমাণে তেল পাননি। তিনি মোটরসাইকেল থেকে তেল বের করে মাপার কথা বললেও পাম্প কর্তৃপক্ষ তাতে সাড়া দেননি।

খবর পেয়ে দারুসসালাম থানা পুলিশের একটি দলকে সেখানে পাঠানো হয়েছে বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ।

 

সর্বশেষ খবর