বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২ ০০:০০ টা
মিরসরাইয়ে ১১ জন নিহত

অধিকতর তদন্তে চিঠি দেওয়া হচ্ছে তিন সংস্থায়

সাইদুল ইসলাম, চট্টগ্রাম

মিরসরাইয়ে ট্রেন-মাইক্রোবাস সংঘর্ষে ১১ জন নিহতের ঘটনায় অধিকতর তদন্তের জন্য তিন সংস্থার কাছে চিঠি দিচ্ছে রেলওয়ের গঠিত উচ্চ ও বিভাগীয় পৃথক তদন্ত কমিটি। গতকাল চিঠি দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে বলে জানান রেলওয়ে পূর্বাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) মো. জাহাঙ্গীর হোসেন।

তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আইনগত প্রক্রিয়ার মাধ্যমে বিআরটিএ, কারাগার, রেলওয়েসহ আরও বিভিন্ন দায়িত্বশীল কর্মচারীদের কাছে চিঠি পৌঁছানো হবে। ইতিমধ্যেই দুর্ঘটনার বিষয়ে কিছু কিছু তথ্য সংগ্রহ করেছেন। দ্রুত তদন্ত রিপোর্ট দিতেও কাজ চলছে বলে জানান তিনি। রেলওয়ের নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, ২৯ জুলাই মিরসরাইয়ে বড়তাকিয়া লেভেল ক্রসিংয়ে চলন্ত ট্রেন-মাইক্রোবাস সংঘর্ষে ঘটনাস্থলেই ১১ জনের প্রাণহানির ঘটনায় রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করে। এর মধ্যে চট্টগ্রাম বিভাগীয় তদন্ত কমিটির আহ্বায়ক হলেন বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) মো. আনছার আলী। অপর উচ্চপর্যায়ের কমিটির আহ্বায়ক পূর্বাঞ্চলের এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার (ট্র্যাক) মো. আরমান হোসেন।

সূত্র আরও জানায়, তদন্ত কমিটির কাজ ইতোমধ্যেই কিছুদূর এগিয়েছে। আরও সুষ্ঠু তদন্তের স্বার্থে ওই ঘটনায় দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসের ফিটনেস, চালকের ড্রাইভিং লাইসেন্স, জাতীয় পরিচয়পত্রসহ সংঘটিত যাবতীয় ঘটনার বিস্তারিত তুলে ধরার জন্য তথ্য-উপাত্ত খুবই প্রয়োজন। এ ছাড়া গ্রেফতারকৃত গেটম্যানকেও জেলগেটে জিজ্ঞাসাবাদ করবে তদন্ত কমিটি। এসব বিষয় জানতে বিআরটিএ, কারাগার, রেলওয়ের দায়িত্বশীল কর্মচারীদের ডাকা হবে। আরও কিছুর প্রয়োজন হলে স্ব স্ব স্থানে চিঠি দেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর