বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২ ০০:০০ টা

ওঠানামা করছে করোনা সংক্রমণ খারাপের দিকে ডেঙ্গু পরিস্থিতি

নিজস্ব প্রতিবেদক

ওঠানামা করছে করোনা সংক্রমণ খারাপের দিকে ডেঙ্গু পরিস্থিতি

নমুনা পরীক্ষার বিপরীতে করোনা রোগী শনাক্তের হার এখনো নিরাপদসীমার বাইরে রয়েছে। সংক্রমণ এক দিন কিছুটা কমলে ফের বেড়ে যাচ্ছে। অন্যদিকে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। প্রতিদিনই হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়। জুলাইয়ে গড়ে দৈনিক ৫১ জনের মতো ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হলেও আগস্টে এসে ভর্তি হচ্ছে ৭৬ জনের বেশি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রটোকল অনুযায়ী টানা তিন থেকে চার সপ্তাহ নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৫ শতাংশের নিচে থাকলে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে ধরে নেওয়া যায়। কিন্তু, করোনার তৃতীয় ঢেউ নিয়ন্ত্রণে আসার পর গত ১৬ জুন ফের নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ শতাংশ ছাড়ায়। এর পর থেকে নিয়ন্ত্রণের বাইরেই রয়েছে পরিস্থিতি। স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গত ২৯ জুলাই শনাক্তের হার ৫.৮৪ শতাংশে নামে। এতে কিছুটা আশার সঞ্চার হয়। তবে পরদিনই আবার বেড়ে দাঁড়ায় ৬.৬৪ শতাংশে। ১ আগস্ট ফের ৫.৮৬ শতাংশে নেমে ২ আগস্ট বেড়ে দাঁড়ায় ৭.৭২ শতাংশ। গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৭৪২ জনের নমুনা পরীক্ষায় ৩৭৫ জনের দেহে সংক্রমণ ধরা পড়েছে। শনাক্তের হার ছিল ৬.৫৩ শতাংশ। এই সময়ে তিনজন করোনা রোগীর মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে উঠেছেন ৯৭৪ জন। গতকাল পর্যন্ত দেশে মোট ২০ লাখ ৬ হাজার ৩৬৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৯ লাখ ৪৫ হাজার ৮৮ জন। মারা গেছেন ২৯ হাজার ২৯৮ জন। গত এক দিনে মৃত তিনজনই ছিলেন পুরুষ। সবার মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে ও বয়সে সবাই ছিলেন ষাটোর্ধ্ব। এদিকে জুন মাসে সারা দেশের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছিল ৭৩৭ জন ডেঙ্গু রোগী। জুলাইয়ে ভর্তি হয় ১ হাজার ৫৭১ জন, আগস্টের তিন দিনেই ভর্তি হয়েছে ২২৯ জন। অর্থাৎ, জুনে গড়ে দৈনিক ২৪.৫৭ জন ও জুলাইয়ে ৫০.৬৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়। চলতি আগস্টে প্রতিদিন ভর্তি হচ্ছে গড়ে ৭৬.৩৩ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ৭৭ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে ঢাকায় ৫৯ জন ও ঢাকার বাইরে ১৮ জন ভর্তি হন। গতকাল সারা দেশে মোট ৩৩৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি ছিল। এর মধ্যে ঢাকা মহানগরে ২৫৮ জন ও অন্যান্য বিভাগে ভর্তি ছিল ৭৫ জন। ঢাকার পরে সর্বোচ্চ ৫৪ জন রোগী ভর্তি ছিল কক্সবাজার জেলায়।

সর্বশেষ খবর