বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২ ০০:০০ টা
অবৈধ সম্পদ অর্জন

খুলনায় স্ত্রীসহ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক, খুলনা

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক উপপরিদর্শক মো. আলী আকবর শেখ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে মামলা হয়েছে।

গতকাল দুদক সমন্বিত জেলা কার্যালয়, খুলনার সহকারী পরিচালক বিজন কুমার রায় বাদী হয়ে এ মামলা করেন। এজাহারে বলা হয়- নগরীর পশ্চিম টুটপাড়া মেইন রোডের আঞ্জুমান মঞ্জিলের (হোল্ডিং নম্বর ১৮/২) বাসিন্দা পুলিশের এসআই মো. আলী আকবর শেখ (সাময়িক বরখাস্ত) ও তার স্ত্রী মিসেস নাজমা আকবরের বিরুদ্ধে সম্পদ বিবরণীতে ২১ লাখ ৮২ হাজার ৯৪৩ টাকার অবৈধ সম্পদ গোপন করা, মিথ্যা তথ্য প্রদানসহ ৮৮ লাখ ২২ হাজার ৯৭২ টাকার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করা হলো। জানা যায়, দায়িত্বরত অবস্থায় আলী আকবরের বিরুদ্ধে ঘুষ গ্রহণ ও চাঁদাবাজির অসংখ্য অভিযোগ ওঠে। অভিযোগের প্রাথমিক অনুসন্ধানে সত্যতা ধরা পড়লে ২০১১ সালের ২১ সেপ্টেম্বর আকবরকে সম্পদ বিবরণী দুদকে জমা দেওয়ার জন্য নোটিস দেওয়া হয়।

 

সর্বশেষ খবর