বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২ ০০:০০ টা

বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। একই সঙ্গে গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

গতকাল আবহাওয়া অধিদফতরের সতর্কবার্তায় আরও বলা হয়, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন দেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আমাদের স্থানীয় সংবাদদাতারা জানান, গতকাল সকাল থেকে উপকূলের বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। উপকূলীয় এলাকায় গুমোট অবস্থা বিরাজ করছে। অনেক স্থানে দিনে সূর্যের দেখা মেলেনি। সাগর উত্তাল রয়েছে। পটুয়াখালী জেলার মহীপুর ও আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রের অধিকাংশ ট্রলার এখনো গভীর সাগরে রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ব্যবসায়ীরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর