শুক্রবার, ৫ আগস্ট, ২০২২ ০০:০০ টা

সাবেক মন্ত্রীর এপিএসের বিরুদ্ধে সাড়ে ৫ কোটি টাকা পাচারের মামলা

ফরিদপুর প্রতিনিধি

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) এ এইচ এম ফোয়াদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে মামলা হয়েছে। ৩ আগস্ট রাতে ফরিদপুর কোতোয়ালি থানায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এসআই বিচিত্রা রানী বিশ্বাস বাদী হয়ে এ মামলা করেন।

ফোয়াদের বিরুদ্ধে ৫ কোটি ৪৪ লাখ ৯৫ হাজার ৫৮৬ টাকা পাচারের অভিযোগ আনা হয়েছে। ৫২ বছর বয়সী ফোয়াদের বাড়ি ফরিদপুরের নগরকান্দা উপজেলার বিলনালিয়া গ্রামে। মামলার অভিযোগে বলা হয়- এ এইচ এম ফোয়াদ ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত স্থানীয় সরকারমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের ছাত্রচ্ছায়ায় থেকে ফরিদপুরের আওয়ামী লীগ নেতা সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই প্রেস ক্লাবের সাবেক সভাপতি ইমতিয়াজ হাসান রুবেলের সহায়তায় হেলমেট বাহিনী গঠন করেন। এ বাহিনী দিয়ে এলজিইডি, স্বাস্থ্য প্রকৌশল অধিদফতর, শিক্ষা প্রকৌশল অধিদফতর, গণপূর্ত বিভাগ, বিএডিসি, সড়ক বিভাগসহ বিভিন্ন সরকারি অফিসের টেন্ডার নিয়ন্ত্রণ করে ভূসম্পত্তিসহ প্রচুর সম্পত্তির মালিক হয়েছেন। এ ছাড়া বিভিন্ন চাকরিতে নিয়োগে মন্ত্রীর সুপারিশ করিয়ে দেওয়ার কথা বলে অবৈধভাবে টাকা হাতিয়ে নেন। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন, ফোয়াদের বিরুদ্ধে করা মামলা তদন্ত করবে সিআইডি। প্রসঙ্গত, ২০২০ সালের ২৫ জুলাই ঢাকার কাফরুল থানায় সিআইডি ইমতিয়াজ হাসান রুবেল ও তার ভাই সাজ্জাদ হোসেন বরকতের বিরুদ্ধে ২ হাজার কোটি টাকা পাচারের অভিযোগে মামলা করে। ওই মামলার অন্যতম আসামি এ এইচ এম ফোয়াদ। ২০২১ সালের ১৪ অক্টোবর পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ঢাকায় তাকে আটক করে। ফোয়াদ এখন কারাগারে।

 

সর্বশেষ খবর