শনিবার, ৬ আগস্ট, ২০২২ ০০:০০ টা

শিল্পকলায় ‘রক্তকরবী’

সাংস্কৃতিক প্রতিবেদক

শিল্পকলায় ‘রক্তকরবী’

আগামী বছরের ২৬ এপ্রিল রবীন্দ্রনাথ ঠাকুরের ‘রক্তকরবী’ নাটক লেখার ১০০ বছর পূর্তি। নাটকটি রচনার শতবর্ষ উদযাপনের অংশ হিসেবে বছরব্যাপী পরিকল্পনা নিয়েছে নাটকের দল প্রাঙ্গণেমোর। আর আজ শনিবার রবীন্দ্রনাথের ৮১তম মৃত্যুবার্ষিকী। এই উপলক্ষে শিল্পকলা একাডেমিতে নাটকটি মঞ্চায়ন করেছে প্রাঙ্গণেমোর। গতকাল সন্ধ্যায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে নাটকটির মঞ্চায়ন হয়।

নূনা আফরোজ নির্দেশিত এই নাটকটিতে অভিনয় করেছেন- নূনা আফরোজ, অনন্ত হিরা, রামিজ রাজু, আউয়াল রেজা, সরোয়ার সৈকত, সাগর রায়, নিজাম লিটন, সবুক্তগীন শুভ, জুয়েল রানা, সুজয়, ঝুমুর, সুমন, বাঁধন সরকার, মাছুম, পার্থ, রুমা প্রমুখ।

অলিয়ঁস ফ্রঁসেজেছন্দময় বিমূর্ততা শীর্ষক প্রদর্শনী : অলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারিতে শুরু হলো শিল্পী লিয়াকত আলীর একক চিত্রকর্মের প্রদর্শনী। গতকাল বিকালে ‘ছন্দময় বিমূর্ততা’ শীর্ষক এই প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। এতে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক মোস্তাফিজুল হক, এ এস এম ফিরোজ এমপি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর প্রসিকিউটর মো. সুলতান মাহমুদ।

রবিবার সাপ্তাহিক বন্ধ ছাড়া সোম থেকে শনিবার বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রদর্শনীটি খোলা থাকবে। ১৩ আগস্ট শেষ হবে প্রদর্শনীটি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর