রবিবার, ৭ আগস্ট, ২০২২ ০০:০০ টা

ক্রাইম প্যাট্রল দেখে খুনের ছক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বলাৎকারের প্রতিশোধ নিতে চট্টগ্রাম মহানগরের ডবলমুরিং এলাকার মুদি দোকানদার শাহাদাত হোসেনকে খুন করা হয়। তার আগে ভারতীয় টিভি সিরিয়াল ‘ক্রাইম প্যাট্রল’ দেখে করা হয় খুনের পরিকল্পনা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার আদনান জিসান চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমন তথ্য জানান। এর আগে শুক্রবার রাতে জেলার আনোয়ারা উপজেলার তেকোটা থেকে জিসানকে গ্রেফতার করা হয়। অভিযানে উদ্ধার করা হয় হত্যায় ব্যবহৃত ছুরি ও ভিকটিমের মোবাইল ফোন। ডিবি বন্দর ও উত্তর জোনের উপকমিশনার আলী হোসেন বলেন, কয়েক মাস আগে শাহাদাতের সঙ্গে জিসানের পরিচয় হয়। পরিচয়ের সূত্রে এক রাতে শাহাদাতের বাসায় অবস্থান করেন জিসান। তখন চুরি মামলায় জেলে পাঠানোর ভয় দেখিয়ে জিসানকে বলাৎকার করেন শাহাদাত। এর পর থেকে নিয়মিত জিসানকে বলাৎকার করে আসছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে শাহাদাতকে খুনের চিন্তা করেন জিসান। এর আগে ক্রাইম প্যাট্রল দেখে করা হয় এ খুনের পরিকল্পনা।

তিনি বলেন, ঘটনার রাতে শাহাদাত বলাৎকার করতে উদ্যত হলে জিসান পকেট থেকে ছুরি বের করে ভিকটিমের শরীরে একাধিক আঘাত করেন। তার মৃত্যু নিশ্চিত করে আনোয়ারা উপজেলায় পালিয়ে যান। পুলিশ উন্নত প্রযুক্তি ব্যবহার তাকে চিহ্নিত ও গ্রেফতার করে। প্রসঙ্গত, ১ আগস্ট ডবলমুরিংয়ের দাইয়াপাড়া থেকে উদ্ধার করা হয় মুদি দোকানদার শাহাদাত হোসেনের লাশ। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে ডবলমুরিং থানায় হত্যা মামলা করা হয়।

সর্বশেষ খবর