শিরোনাম
রবিবার, ৭ আগস্ট, ২০২২ ০০:০০ টা

করোনায় আরও দুই মৃত্যু, শনাক্ত ২২০

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাস সংক্রমণে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে আরও দুজনের মৃত্যু হয়েছে। ৩ হাজার ৯৫৯টি নমুনা পরীক্ষায় সংক্রমণ শনাক্ত হয়েছে ২২০ জনের দেহে। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ছিল ৫.৫৬ শতাংশ। আগের দিনের চেয়ে গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার বাড়লেও নমুনা পরীক্ষা কম হওয়ায় শনাক্ত রোগীর সংখ্যা কমেছে। স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। আগের দিন পরীক্ষা হয়েছিল ৫ হাজার ২টি নমুনা। শনাক্তের হার ছিল ৫.০৬ শতাংশ। রোগী শনাক্ত হয়েছিল ২৫৩ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৫৪৫ জন করোনা রোগী। আগের দিন সুস্থ হয়ে উঠেছিলেন ৯৩৩ জন।

গত এক দিনে মৃত দুজনেরই বয়স ছিল ৮০ বছরের বেশি। তারা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। একজন বগুড়া ও অপরজন বাগেরহাট জেলায় মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় শনাক্ত ২২০ জনের মধ্যে ১৪৯ (৬৭.৭৩ শতাংশ) জনই ঢাকা জেলার। মোট নমুনা পরীক্ষার ৭৫.৯৩ শতাংশই হয়েছে ঢাকা জেলায়।

সর্বশেষ খবর