শিরোনাম
রবিবার, ৭ আগস্ট, ২০২২ ০০:০০ টা
অষ্টম কলাম

প্রেমাকান্তের বিরুদ্ধে অভিযোগ থানায়

বরগুনা প্রতিনিধি

প্রেমাকান্তের বিরুদ্ধে অভিযোগ থানায়

ভারতের তামিলনাড়ুর আলোচিত প্রেমিক প্রেমাকান্তর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য গত শুক্রবার রাতে বরগুনার তালতলী থানায় আবেদন দাখিল করেছেন ভুক্তভোগী মেয়ের বাবা কৃষ্ণ মেনাল মণ্ডল। আবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়ের সঙ্গে পরিচয় হয় তামিলনাড়ুর নাগরিক নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ার প্রেমাকান্তর। তাদের মধ্যে বিভিন্ন সময় কথাবার্তা হয়। এর সূত্র ধরে গত ২৪ জুলাই বাংলাদেশের বরিশালের একটি রেস্টুরেন্টে মেয়েটি তিন বান্ধবীসহ ছেলেটির সঙ্গে দেখা করে। এরপর ২৭ জুলাই কাশিপুর এলাকায় ছেলেটির সঙ্গে মেয়েটি দেখা করতে গেলে কুপ্রস্তাব দেওয়া হয়। প্রেমাকান্ত তাকে তার সঙ্গে ঢাকায় যেতে বলে। মেয়ে রাজি না হওয়ায় তর্কাতর্কি হয়। পরে স্থানীয়রা প্রেমাকান্তকে আটক করে বরিশাল বিমানবন্দর থানা পুলিশের হাতে তুলে দেয়। পরে থানার ওসি কমলেশ চন্দ্র হালদার ভারতীয় দূতাবাস ও মেয়ের পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। ভারতীয় দূতাবাস প্রেমাকান্তকে দেশে ফিরে যেতে বলে। কিন্তু সে দেশে না ফিরে আমার মেয়ের নামে কুৎসা রটায়। গত শুক্রবার প্রেমাকান্ত বরগুনা হয়ে তালতলীতে কথিত প্রেমিকা মনিষা মণ্ডল প্রাপ্তির অভিভাবকদের সঙ্গে দেখা করতে বাড়িতে চলে আসে। কিন্তু দীর্ঘ সময় অপেক্ষা করেও দেখা না পেয়ে সে বরগুনা চলে আসে। এ বিষয় মেয়ের বাবা বলেন, ‘আমার মেয়ে ওই ছেলেটির কুপ্রস্তাবে রাজি হলো না, ঢাকা গেল না- এটা কি আমার মেয়ের অপরাধ? ওই ছেলের একতরফা কথা শুনে কয়েকটি মিডিয়া আমার নাবালিকা মেয়ে এবং আমার পরিবারের মান-সম্মান ক্ষুণ্ন্ন করছে। এ কারণে আমার মেয়ে বা আমার পরিবার যদি কোনো দুর্ঘটনা ঘটায়, তার দায় কে নেবে?’ তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, গত শুক্রবার রাতে মেয়েটির বাবা ভারতীয় নাগরিক প্রেমাকান্ত নামের এক যুবকের বিরুদ্ধে আইনি সহায়তা চেয়ে লিখিত অভিযোগ করেছেন। এরই মধ্যে ছেলেটি এখান থেকে চলে গেছে। তদন্তসাপেক্ষে অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

সর্বশেষ খবর