সোমবার, ৮ আগস্ট, ২০২২ ০০:০০ টা

পরাজয়ের বৃত্তে টাইগাররা

জিম্বাবুয়ের সঙ্গে সিরিজ হার

ক্রীড়া প্রতিবেদক

প্রথম ওয়ানডেতে সেঞ্চুরি করেছিলেন ইনোসেন্ট কাইয়া ও সিকান্দার রাজা। দুজনের জোড়া সেঞ্চুরিতে জিতেছিল জিম্বাবুয়ে। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও গতকাল সেঞ্চুরি করেন রাজা। টানা দুই সেঞ্চুরির রাজার এবারের সেঞ্চুরির সঙ্গী অধিনায়ক রেগিস চাকাবা। দুজনের জোড়া সেঞ্চুরিতে সিরিজ নিশ্চিত করে জিম্বাবুয়ে। ৫ উইকেটে জয়ী ম্যাচে রাজা ১২৭ বলে অপরাজিত থাকেন ১১৭ রানে। চাকাবা খেলেন ১০২ রানের ইনিংস। ২৯১ রানের টার্গেটে জিম্বাবুয়ে ম্যাচ জিতেছে ১৫ বল হাতে রেখে। বুধবার সিরিজের তৃতীয় ম্যাচ পরিণত হয়েছে আনুষ্ঠানিকতায়। হ্যামস্ট্রিংয়ে টান পড়ায় খেলেননি লিটন দাস। তার জায়গায় সুযোগ পান নাজমুল হোসেন শান্ত। বাঁ হাতি স্পিনার তাইজুল ইসলামকে সুযোগ দিতে সাজঘরে বসে থাকেন মোসাদ্দেক হোসেন সৈকত। হাঁটুর ব্যথায় শেষ মুহূর্তে মুস্তাফিজুর রহমান সরে দাঁড়ানোয় নেওয়া হয় ডান হাতি পেসার হাসান মাহমুদকে। তিন পরিবর্তন নিয়েও দ্বিতীয় ম্যাচের জয় পায়নি তামিম বাহিনী। সিরিজ হেরে এখন হোয়াইটওয়াশের আশঙ্কায় টাইগাররা। টি-২০ সিরিজের পর ওয়ানডেতেও রাজাই একাই হারিয়ে দিলেন তামিম বাহিনীকে। টি-২০ সিরিজও জিম্বাবুয়ে জিতেছে ২-১ ব্যবধানে। ২০১৩ সালে জিম্বাবুয়ে সর্বশেষ ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশের বিপক্ষে।  সিরিজে টানা দ্বিতীয় হাফসেঞ্চুরির ইনিংস খেলেন টাইগার ওয়ানডে অধিনায়ক তামিম। প্রথম ওয়ানডেতে ৮ হাজারী ক্লাবে নাম লিখেন টাইগার অধিনায়ক। ধারাবাহিকতা ধরে রেখে তামিম ৫০ রানের ইনিংস খেলেন ৪৫ বলে ১০ চার ও এক ছক্কায়। ছন্দে নেই বলে জিম্বাবুয়ের বিপক্ষে টি-২০ সিরিজে সুযোগ পাননি মাহমুদুল্লাহ। যদিও নুরুল হাসান সোহানের ইনজুরিতে শেষ টি-২০ ম্যাচ খেলেছিলেন সাবেক অধিনায়ক। ২০ ওভারের ম্যাচে ছন্দে না থাকলেও ওয়ানডেতে দারুণ খেলছেন। গতকাল চাপের মুখে ৮০ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। ৮৪ বলের ইনিংসটিতে ছিল ৩টি করে চার ও ছক্কা।

৬৯ বলে ৫০ রান করেন মাহমুদুল্লাহ ৩ চারে। শেষ ৩০ রান করেন ১৫ বলে ৩ ছক্কায়। টার্গেট ২৯১ রান। হাসানের গতিতে বেসামাল জিম্বাবুয়ে ৪৯ রানে ৪ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে। সেখান থেকে পঞ্চম উইকেট জুটিতে রাজা ও চাকাবা ২৮.১ ওভারে যোগ করেন ২০১ রান। যা দেশটির পঞ্চম জুটিতে সর্বোচ্চ রান। প্রথম ওয়ানডেতে ৬২ রানে ৩ উইকেট হারানোর পর চতুর্থ জুটিতে ১৯২ রান যোগ করেছিলেন করেন কাইয়া ও রাজা। 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর