সোমবার, ৮ আগস্ট, ২০২২ ০০:০০ টা

উত্তরায় উদ্ধার জার্মান নাগরিকের লাশ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর উত্তরায় নিজ বাসা থেকে এক জার্মান নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম কাউচম্যান হোলগার (৫৫)। তিনি বাংলাদেশে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। গতকাল সকালে উত্তরার সেক্টর-৫, রোড-২/বি এর ১০ নম্বর বাড়ির ৬ষ্ঠ তলা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। গতকাল এসব তথ্য জানিয়েছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন। তিনি বলেন, হোলগারের বাসা থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। কিভাবে হোলগারের মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, হোলগার ১৪ বছর ধরে ‘দি লনসাম ট্রাভেলস লিমিটেড’ নামে এক ট্যুর আয়োজক কোম্পানিতে ট্যুরিস্ট গাইড হিসেবে কাজ করতেন। অবিবাহিত হোলগার বাংলাদেশে একাকী বাস করতেন।

জুয়েল নামে এক বাংলাদেশি যুবক তার দেখাশোনা করতেন। জুয়েল চার দিন আগে ছুটি নিয়ে গ্রামের বাড়ি শ্রীমঙ্গলে যান। তবে, ফোনে হোলগারের সঙ্গে যোগাযোগ ছিল জুয়েলের। শনিবার সন্ধ্যা থেকে হোলগার আর মেসেজ সিন করেননি বা ফোন ধরেননি। ঢাকায় ফিরে গতকাল ভোর ৬টার দিকে বাসার দরজা খুলে হোলগারের ঝুলন্ত লাশ দেখতে পান জুয়েল।

সর্বশেষ খবর