সোমবার, ৮ আগস্ট, ২০২২ ০০:০০ টা

বিস্ফোরণে তিনজনের মৃত্যু, শঙ্কায় অন্যরাও

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর তুরাগের কামারপাড়ায় ভাঙারি দোকানে বিস্ফোরণে দগ্ধ আটজনের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- দোকানদার গাজী মাজহারুল ইসলাম (৪৫), রিকশা মিস্ত্রি মো. আলম (২৩) ও রিকশাচালক নূর হোসেন (৬০)। শনিবার রাতে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাদের মৃত্যু হয়। এদিকে এ ঘটনায় দগ্ধ অন্যরা শঙ্কায় আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। বার্ন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মাজহারুলের শরীরের ৩৫ শতাংশ, আলমের ৭০ শতাংশ ও নূর হোসেনের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। চিকিৎসাধীন পাঁচজন রিকশাচালকের অবস্থাও আশঙ্কাজনক। তারা হলেন- মিজানুর রহমান, শাহীন, শফিকুল ইসলাম, মাসুম মিয়া ও আল আমিন।

মৃত মাহজারুলের ছোট ভাই রাহাদ মোল্লা জানান, তুরাগের কামারপাড়া ঘটনাস্থলে গাজী মাজহারুলের বাড়ি। তিনি ভাঙারি দোকানের ব্যবসা করতেন। রিকশার গ্যারেজটিও ছিল তার। তার স্ত্রীর নাম রোকসানা বেগম। তিন মেয়ের জনক ছিলেন মাজহারুল। মৃত নূর হোসেনের ছেলে নাজমুল হোসেন জানান, তাদের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার রাঘবপুর গ্রামে। বর্তমানে পরিবারসহ কামারপাড়া এলাকায় থাকেন। নূর হোসেন ব্যাটারিচালিত রিকশা চালাতেন। সকালে রিকশার ব্যাটারি চার্জ দিতে কামারপাড়া পুকুরপাড়ের ওই গ্যারেজে যান। তার স্ত্রীর নাম লাবণী বেগম। এ দম্পতির দুই ছেলে ও তিন মেয়ে রয়েছে। মৃত আলমের চাচা রবিউল ইসলাম বলেন, তাদের বাড়ি জামালপুরের সরিষাবাড়ী থানার বিলবালিয়া গ্রামে। বর্তমানে কামারপাড়া রাজাবাড়ি এলাকায় থাকতেন। আলম রিকশার মিস্ত্রির কাজ করতেন। তার স্ত্রীর নাম স্বর্ণালী আক্তার। পাঁচ মাস আগে বিয়ে করেছিলেন আলম। উল্লেখ্য, শনিবার বেলা পৌনে ১২টার দিকে তুরাগের কামারপাড়া রাজাবাড়ি পুকুরপাড় এলাকায় গাজী মাজহারুলের রিকশার গ্যারেজের ভিতরে গড়ে তোলা ভাঙারি দোকানে বিস্ফোরণের ঘটনা ঘটে।

সর্বশেষ খবর