মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২ ০০:০০ টা

পণ্যের দাম বাড়বে ভর্তুকি দিতে হবে

মো. জসিম উদ্দিন

পণ্যের দাম বাড়বে ভর্তুকি দিতে হবে

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেছেন, তেলের দাম বৃদ্বির ফলে পণ্যের দাম বাড়বে। শিল্পের উৎপাদন খরচ বাড়বে। ব্যবসার পরিচালন ব্যয় বাড়বে। অর্থনীতিতে চাপও বাড়বে। এ অবস্থায় জ্বালানি খাতে ভর্তুকি দেওয়ার বিকল্প নেই।

গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এ কথা বলেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন-এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন। তিনি বলেন, দেশে জ্বালানি তেলের ৬২ শতাংশ পরিবহন খাতে ব্যবহার হয়। শিল্প খাতে ব্যবহার হয় ৭০ শতাংশ। এ পরিস্থিতিতে তেলের দাম বৃদ্ধির ফলে শিল্পের কাঁচামালের দাম বাড়বে। ফলে পণ্যের উৎপাদন খরচও বাড়বে। তিনি আরও বলেন, জ্বালানি খাতে মূল্য বৃদ্ধির ব্যাপক প্রভাব পড়তে পারে সামগ্রিক অর্থনীতিতে। এভাবে দাম না বাড়িয়ে ক্রমান্বয়ে মূল্য সমন্বয় করা যেত। তার দাবি, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন-বিপিসি লাভজনক প্রতিষ্ঠান। বিপিসি গত বছর ব্যাপক মুনাফা অর্জন করেছে। বিশ্ববাজারে দাম কমলেও বিপিসি তখন দাম কমায়নি। এ ছাড়া জ্বালানি খাতে ৩৪ শতাংশ কর রয়েছে। এটাও কমানো প্রয়োজন। এফবিসিসিআই সভাপতি বলেন, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ফলে রপ্তানি খাত বাধাগ্রস্ত হবে। রপ্তানি বাধাগ্রস্ত হলে ডলার সংকট আরও বাড়বে। তাই সংকট উত্তরণে মূল্য ধীরগতিতে বাড়াতে হবে। পাশাপাশি বৈশ্বিক বিপদ মোকাবিলায় শিল্প খাতে ভর্তুকি দিতে হবে। এ লক্ষ্যে জ্বালানি খাতে ভর্তুকি অব্যাহত রাখতে হবে বলে মনে করেন এই শীর্ষ ব্যবসায়ী নেতা। মো. জসিম উদ্দিন বলেন, জ্বালানি তেলের দাম বাড়ার ফলে রপ্তানি খাত হুমকির মুখে পড়েছে। বর্তমান পরিস্থিতিতে একসঙ্গে ৪০ থেকে ৫০ শতাংশ মূল্য না বাড়িয়ে সরকার চাইলে ধাপে ধাপে বাড়াতে পারত। এতে সরাসরি প্রভাব পড়ত না। হঠাৎ এত বেশি দাম বাড়ানোর কারণে এর প্রভাব আমাদের কৃষিতে পড়বে। পরিবহন-যাতায়াতে পড়বে। মূল্যস্ফীতি বেড়ে যাবে। সর্বোপরি সাধারণ মানুষ ভুক্তভোগী হবেন। এফবিসিসিআই সভাপতি আরও বলেন, চলমান পরিস্থিতিতে তেলের দাম বাড়ানো খুবই চ্যালেঞ্জ সৃষ্টি করবে। এতে দেখা যাবে মিড লেভেলের যেসব ব্যবসায়ী আছে, তারা সমস্যায় পড়বেন। ইউরোপ-আমেরিকার অবস্থা খুব একটা ভালো না। যে পরিমাণ অর্ডার আসছে, এরই মধ্যে আমাদের তিন মাসের গ্যাপ সৃষ্টি হয়েছে। এখন বাস্তবতা বা আমরা কী পরিস্থিতিতে আছি এটা বোঝাতে হলে ‘মরিয়া প্রমাণ করিতে হবে আমি মারা গেছি’।

সর্বশেষ খবর