মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২ ০০:০০ টা

সরকারের হাতে বিকল্প ছিল না

এ কে আজাদ

সরকারের হাতে বিকল্প ছিল না

জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া সরকারের হাতে কোনো বিকল্প ছিল না বলে মনে করেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সাবেক সভাপতি এ কে আজাদ। তিনি বলেন, সরকার জ্বালানি খাতে দীর্ঘদিন ভর্তুকি দিয়ে আসছে। ফলে জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আমি সরকারের সঙ্গে পুরোপুরি একমত। তবে শিল্প খাত বিশেষ করে রপ্তানিমুখী শিল্প খাত যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে সরকারকে নজর দিতে হবে। সব ধরনের রপ্তানি খাতে তেল ও বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখার তাগিদ দিয়েছেন এই শীর্ষ ব্যবসায়ী নেতা। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন-এফবিসিসিআইর সাবেক সভাপতি এ কে আজাদ। তিনি বলেন, ইউক্রেন সংকটের কারণে বিশ্বজুড়েই জ্বালানি সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে। আপৎকালীন পরিস্থিতি মোকাবিলায় বিদ্যুৎ রেশনিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। কৃষি ও শিল্প খাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখতেই এ পরিকল্পনা নেওয়ার কথা বলছে সরকার। আমি মনে করি আবাসিক গ্রাহকদের সাময়িক অসুবিধা হলেও তা মেনে নিয়ে সবাইকে সাশ্রয়ী হতে হবে। এই ব্যবসায়ী নেতা আরও বলেন, শিল্প ও সেবা খাতে সরকারের পৃথক নজর আছে বলে আমি মনে করি। বিদ্যুৎ রেশনিংয়ে শিল্প এলাকা বিবেচনায় লোডশেডিংয়ের পরিকল্পনা করা হলেও গৃহস্থালি এলাকায় কিছু শিল্পকারখানা থেকে যায়, যার জন্য এসব কারখানায় লোডশেডিং হয়। এটা যেন না হয় সেদিকে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নজর দিতে হবে।

 

সর্বশেষ খবর