বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২ ০০:০০ টা

কাঁচপুর ও কেরানীগঞ্জে হচ্ছে আন্তজেলা বাস টার্মিনাল

নিজস্ব প্রতিবেদক

বাস রুট রেশনালাইজেশনের আওতায় নারায়ণগঞ্জের কাঁচপুর ও ঢাকার কেরানীগঞ্জে আরও দুটি আন্তঃজেলা বাস টার্মিনাল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, ‘এ দুটি বাস টার্মিনালের মধ্যে একটির জমি অধিগ্রহণ হয়েছে, আমরা হস্তান্তর চেয়েছি। অন্যটির জমি অধিগ্রহণ কার্যক্রম হাতে নিয়েছি। এগুলো নির্মাণ হতে আরও তিন-চার বছর লেগে যাবে। এর মধ্যে বাস যেন সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারে, সে জন্যই সায়েদাবাদ বাস টার্মিনাল সংস্কারের কাজ হাতে নিয়েছি।’ গতকাল রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে মেয়র তাপস এসব কথা বলেন। ডিএসসিসি মেয়র বলেন, ‘আমরা বাস রুট রেশনালাইজেশন কার্যক্রম সফলতার সঙ্গে শুরু করেছি। আমাদের একটি যাত্রাপথ শুরু হয়েছে। আরও তিনটি যাত্রাপথ ইনশাআল্লাহ আগামী ১ সেপ্টেম্বর আমরা উদ্বোধন করব। সে সব কার্যক্রম বেগবান করার জন্য নিজ অর্থায়নে আমরা সায়েদাবাদ আন্তজেলা ও সিটি বাস টার্মিনালের আধুনিকায়নের কাজ আরম্ভ করেছি। প্রায় ৩০ কোটি টাকার ঊর্ধ্বে আমরা এ কার্যক্রম নিয়েছি।’

এসময় এক প্রশ্নের জবাবে ডিএসসিসি মেয়র বলেন, ‘পোস্টার, বিভিন্ন ধরনের রঙ দিয়ে লিখে অবকাঠামোগুলো ঢেকে ফেলা হচ্ছে। এখানে জনগণের সচেতনতাই মুখ্য। আশা করব, তারা এগুলো থেকে বিরত থাকবেন।’ মেয়র বলেন, ‘আমাদের আইন রয়েছে। কিন্তু প্রয়োগ করি না। অবকাঠামো নির্মাণে জনগণের প্রত্যাশা পূরণ হলে এর উৎকর্ষতার জন্য যা করা দরকার, আমরা করব। অবকাঠামো সুন্দর, পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা সবার দায়িত্ব।’ এ সময় অন্যান্যের মধ্যে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, মৎস্য ও প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক খন্দকার মাহবুবুল হকসহ সংস্থাটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর