শিরোনাম
শুক্রবার, ১২ আগস্ট, ২০২২ ০০:০০ টা

৫ থেকে ১১ বছর বয়সীদের করোনার পরীক্ষামূলক টিকা

নিজস্ব প্রতিবেদক

৫ থেকে ১১ বছর বয়সীদের করোনার পরীক্ষামূলক টিকা

৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের পরীক্ষামূলকভাবে করোনার টিকা প্রদান কার্যক্রম সম্পন্ন হয়েছে। গতকাল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে টিকা প্রদান কার্যক্রম পরিচালনা করা হয়। পরীক্ষামূলক টিকা কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ মাসের শেষে দেশব্যাপী এ বয়সী শিশুদের করোনার টিকা দেওয়া হবে।

টিকা কার্যক্রমের উদ্বোধন করে স্বাস্থ্যমন্ত্রী বলেন,  ১৫ থেকে ২০টি শিশুকে পরীক্ষামূলকভাবে টিকা দেওয়া হচ্ছে। ২৫ আগস্ট থেকে দেশব্যাপী এ বয়সী শিশুদের করোনার টিকা দেওয়া হবে। প্রথমে সিটি করপোরেশনগুলোতে টিকা কার্যক্রম শুরু করা হবে। পর্যায়ক্রমে তা সারা দেশে কার্যকর করা হবে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি, ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের প্রতিনিধিরা।

সর্বশেষ খবর