শনিবার, ১৩ আগস্ট, ২০২২ ০০:০০ টা

রাজাপক্ষেকে মানবিক কারণে থাকতে দেওয়া হচ্ছে : থাইল্যান্ড

প্রতিদিন ডেস্ক

রাজাপক্ষেকে মানবিক কারণে থাকতে দেওয়া হচ্ছে : থাইল্যান্ড

গোতাবায়া

শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষেকে মানবিক কারণে থাইল্যান্ডে থাকতে দেওয়া হচ্ছে বলে জানিয়েছে থাইল্যান্ড কর্তৃপক্ষ। একই সঙ্গে উল্লেখ করা হয়েছে, তিনি তিন মাস এখানে অবস্থান করবেন।

সূত্র : আল জাজিরা। উল্লেখ্য, গণবিক্ষোভের মুখে শ্রীলঙ্কা থেকে পালিয়ে আসা গোতাবায়া রাজাপক্ষে গত বৃহস্পতিবার থাইল্যান্ডে  পৌঁছান। সিঙ্গাপুরে তার থাকার মেয়ান এদিনই শেষ হয়ে যাওয়ায় তিনি থাইল্যান্ডে আশ্রয় প্রার্থনা করেন। খবরে বলা হয়, সিঙ্গাপুরে প্রায় ৪ সপ্তাহ থাকার পর বৃহস্পতিবার একটি ব্যক্তিগত উড়োজাহাজে চড়ে ব্যাংককের ডন মিউং আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানীয় সময় রাত ৮টায় অবতরণ করেন গোতাবায়া ও তার স্ত্রী। তিনি বিমানবন্দরে ৪০ মিনিট অবস্থানের পর ভিআইপি গেট দিয়ে স্ত্রীসহ বের হয়ে আসেন এবং একটি কালো গাড়িতে করে অজ্ঞাত অবস্থানে চলে যান। এ বিষয়ে থাই প্রধানমন্ত্রী প্রাইয়ুথ চান-ওচা জানান, ‘রাজাপক্ষেকে মানবিক কারণে থাইল্যান্ডে থাকার অনুমতি  দেওয়া হচ্ছে। তিনি তৃতীয় একটি দেশে স্থায়ীভাবে আশ্রয় নেওয়ার চেষ্টা চালাচ্ছেন। থাইল্যান্ড থাকাকালীন সময় রাজাপক্ষে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে জড়াবেন না।’ তবে চান-ওচা এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানাননি। থাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তানি সাংগ্রাত জানান, রাজাপক্ষে সাময়িকভাবে এখানে থাকবেন। যেহেতু সাবেক প্রেসিডেন্টের কূটনৈতিক পাসপোর্ট রয়েছে, তাকে বিনা ভিসায় সর্বোচ্চ ৯০ দিন থাইল্যান্ডে অবস্থান করতে দেওয়া হবে।

 

 

সর্বশেষ খবর