শনিবার, ১৩ আগস্ট, ২০২২ ০০:০০ টা

প্রেমের টানে দিনাজপুরে অস্ট্রিয়ার প্রকৌশলী

দিনাজপুর প্রতিনিধি

প্রেমের টানে দিনাজপুরে অস্ট্রিয়ার প্রকৌশলী

প্রথম দেখা। এরপর ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলাপচারিতায় রূপ নেয় প্রেম। এরপর হাজার মাইল পাড়ি দিয়ে দিনাজপুরে প্রেমিকার   বাড়িতে আসেন অস্ট্রিয়ান নাগরিক অ্যাড্রিয়ান বারিসো নিরা নামের ওই যুবক। উভয়ের বোঝাপড়ায় ৯ আগস্ট রাতে দিনাজপুর শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে বাঙালি রীতিনীতি অনুযায়ী আনুষ্ঠানিকতায় বিয়ে করলেন নুসরাত জাহান রুম্পা তার প্রেমিককে। এর আগে ৭ আগস্ট বাংলাদেশে আসেন অ্যাড্রিয়ান   বারিসো নিরা (৩৫)। পরদিন ঢাকা থেকে দিনাজপুরে আসেন বলে জানা যায়। দিনাজপুরের উপশহরের মৃত আবদুর রাজ্জাকের মেয়ে নুসরাত জাহান রুম্পা। বিয়ের খবর জানার পর অনেকে ভিড় করেন দেখতে। স্থানীয়রা জানান, পড়াশোনার সুবাদে ২০১৯ সালে অ্যাড্রিয়ানের সঙ্গে আমেরিকায় প্রথম দেখা হয় রুম্পার। পরে ফেসবুকসহ নানা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের কথা হয়। ২০২০ সালে তারা বিয়ে করার জন্য সম্মত হলেও করোনার কারণে তা পিছিয়ে যায়। পরে পরিবারের সম্মতি নিয়ে নিরা গত ৭ আগস্ট বাংলাদেশে আসেন। নিরার পরিবারও তাদের বিয়েতে সম্মতি দেয়। অতঃপর দিনাজপুরে বিয়ের আনুষ্ঠানিকতা করা হয়। দিনাজপুরের বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ নিকটাত্মীয়দের উপস্থিতিতে ৯ আগস্ট রাতে বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পরে রুম্পা বলেন, মনের দিক দিয়ে ভালো মানুষ অ্যাড্রিয়ান। তার ব্যবহার খুব ভালো। আমরা যেন সারা জীবন একসঙ্গে থাকতে পারি সে জন্য সবার দোয়া চাই। আমাকে তার দেশে নিয়ে যেতে চায় অ্যাড্রিয়ান। এতে প্রায় ছয় মাসের মতো সময় লাগতে পারে। অ্যাড্রিয়ান বলেন, ২০১৯ সালে আমেরিকায় তাকে একবার দেখেছিলাম। এরপর দীর্ঘ চার বছর ধরে তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে দেখেছি তার থেকেও অনেক ভালো। এ দেশের প্রকৃতি ও মানুষ খুব ভালো। খাবার সুস্বাদু। স্ত্রীকে আমার দেশে নিয়ে যেতে চাই। অ্যাড্রিয়ান বারিসো নিরা অস্ট্রিয়ার হিয়ানার বাসিন্দা। পেশায় তিনি একজন প্রকৌশলী। একটি নির্মাণকারী প্রতিষ্ঠান পরিচালনা করেন। বিয়ের দ্বিতীয় দিনে নবদম্পতি দিনাজপুরের বিভিন্ন ঐতিহাসিক জায়গা ঘুরে দেখেন।

 

সর্বশেষ খবর