সোমবার, ১৫ আগস্ট, ২০২২ ০০:০০ টা

চা শ্রমিকদের মজুরি কেন ১২০ টাকা?

প্রতিদিন ডেস্ক

চা শ্রমিকদের মজুরি কেন ১২০ টাকা?

দৈনিক মজুরি বাড়িয়ে ৩০০ টাকা করার দাবিতে চা শ্রমিকদের আন্দোলন চলছেই। তাদের প্রশ্ন, এই বাজারে মজুরি কেন মাত্র ১২০ টাকা? গত শনিবার থেকে এ আন্দোলন শুরু হয়েছে। তবে জাতীয় শোক দিবসের জন্য আজ বিক্ষোভ, অবরোধ কর্মসূচি থেকে শ্রমিকরা বিরত থাকবেন বলে জানানো হয়েছে। আগামীকাল থেকে ফের দেশব্যাপী বিক্ষোভ, সমাবেশ এবং সড়ক অবরোধ কর্মসূচি চলবে।

জাতীয় শোক দিবসের কারণে গতকাল চা শ্রমিকরা ধর্মঘট পালন করলেও কোনো মিছিল-সমাবেশ করেননি। আজও তারা রাজপথে কোনো কর্মসূচি পালন করবেন না। চা শ্রমিক নেতারা জানান, জাতীয় শোক দিবস উপলক্ষে আন্দোলন কিছুটা সীমিত করা হয়েছে। এদিন কর্মবিরতি চালিয়ে গেলেও কোনো মিছিল-সমাবেশ করা হবে না। বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেণ পাল জানান, দাবি না মানলে ১৬ আগস্ট মঙ্গলবার হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করা হবে।

সর্বশেষ খবর