বুধবার, ১৭ আগস্ট, ২০২২ ০০:০০ টা

সাধারণ শিক্ষার্থী নয়, হিযবুত তাহরীর-শিবির তৎপর বুয়েটে

সিদ্দিকী নাজমুল আলম

সাধারণ শিক্ষার্থী নয়, হিযবুত তাহরীর-শিবির তৎপর বুয়েটে

বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম বলেছেন, সাধারণ ছাত্রছাত্রী বলতে বুয়েটে কিছু নেই। ছাত্র রাজনীতি বন্ধের নামে মৌলবাদী শক্তির একটি গোপন অপতৎপরতা বুয়েটে চলছিল। এরই বহিঃপ্রকাশ ঘটেছে শনিবার। ছাত্রলীগের সাবেক নেতা-কর্মীরা শোক দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন, কিন্তু তথাকথিত সাধারণ শিক্ষার্থীদের ব্যানারের নামে হিযবুত তাহরীর ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীরা তাদের বিভিন্ন ধরনের অপমানজনক কথা বলেছে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। সাবেক এই ছাত্রনেতা বলেন, বরগুনায় ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর পুলিশ নির্মমভাবে লাঠিচার্জ করেছে। এটি দুঃখজনক। কোন অনাকাক্সিক্ষত পরিস্থিতির জন্য এমন পরিস্থিতির সৃষ্টি হলো, তা খতিয়ে দেখা উচিত। ছাত্রলীগের কোনো নেতা-কর্মী গাড়ি ভাঙচুর বা অন্য কোনো অপরাধ করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুযোগ ছিল। আইনানুগ ব্যবস্থা না নিয়ে প্রশাসনের কোনো নির্দেশনা নেই তাদের ওপর ঝাঁপিয়ে পড়ার। স্থানীয় সংসদ সদস্যের উপস্থিতিতে একজন কর্মকর্তা যেমন আচরণ করেছেন তা আমাদের চিন্তার কারণ হয়েছে। এখানে আদর্শগত কোনো ভেজাল রয়েছে, নাকি অন্য কোনো উদ্দেশ্য নিয়ে তারা ১৫ আগস্টের শোকের দিনে এ ঘটনা ঘটালেন; আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি। যে-ই দোষী হোক, এ ঘটনায় যদি কারও উসকানি থাকে, তা খতিয়ে দেখে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাই। ২০১১-১৫ মেয়াদে দায়িত্ব পালন করা সিদ্দিকী নাজমুল আলম বলেন, ছাত্রলীগের জন্ম কোনো ড্রয়িংরুম বা ক্যান্টনমেন্টে হয়নি। দেশের প্রয়োজনে, মাটির প্রয়োজনে, ভাষার প্রয়োজনে জাতির জনকের হাত ধরে ছাত্রলীগের জন্ম হয়েছিল। এই ছাত্রলীগের ইতিহাস সোনালি দিনের ইতিহাস, গৌরবোজ্জ্বল দিনের ইতিহাস। ছাত্রলীগকে নিয়ে কে কী বলল, কারও কথায় ছাত্রলীগের ইমেজ ক্ষুণ্ন হয়নি, হবেও না। তিনি বলেন, দেশের যত সোনালি অর্জন তার গর্বিত অংশীদার বাংলাদেশ ছাত্রলীগ।

 

সর্বশেষ খবর