বুধবার, ১৭ আগস্ট, ২০২২ ০০:০০ টা

ডলারের দাম কমে বিক্রি হচ্ছে ১১২ ১১৩ টাকায়

নিজস্ব প্রতিবেদক

সর্বোচ্চ ১১৯ টাকায় দর উঠে কমতে শুরু করেছে মার্কিন ডলারের দাম। বাংলাদেশ ব্যাংকের অভিযানের পর দেশের ডলার বাজারে অস্থিরতা কমছে। আন্তব্যাংকের লেনদেনেও কিছুটা দাম কমেছে বলে জানা গেছে। তবে এখনো দর তুলনামূলক অনেক বেশি। গতকাল খোলাবাজারে ১১২ থেকে ১১৩ টাকায় বিক্রি হতে দেখা গেছে। এর মধ্যে বাংলাদেশ ব্যাংকও খোলাবাজারে ডলার সরবরাহ অব্যাহত রেখেছে। গত সপ্তাহের শুরুতে ডলারের দাম ১১৯ টাকায় ওঠে। এতে কেন্দ্রীয় ব্যাংক অভিযানে নামে ডলার নিয়ে কারসাজির অভিযোগ খতিয়ে দেখতে। বিভিন্ন এক্সচেঞ্জ হাউস ও ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগে এ অভিযান চালানো হয়। কয়েকটি এক্সচেঞ্জ হাউসের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া ছাড়াও ছয় ব্যাংকের ট্রেজারি প্রধানকে অপসারণের নির্দেশ দেয়। এরপর রবিবার কেন্দ্রীয় ব্যাংক বৈঠক করে বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে। এর পরই ডলারের দাম কমতে শুরু করে। গতকাল রাজধানীর মতিঝিল ছাড়াও বিভিন্ন এক্সচেঞ্জ হাউসে খোলাবাজারে ১১২-১১৩ টাকা দরে ডলার বিক্রি হয়েছে। তবে পাসপোর্ট ও ভিসার কাগজপত্র দেখিয়ে এক্সচেঞ্জ হাউসগুলো থেকে ১১০-১১২ টাকায় ডলার বিক্রি করেছেন বলে জানিয়েছেন এক্সচেঞ্জ হাউসের কর্মীরা।

 

সর্বশেষ খবর