শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২ ০০:০০ টা

টেকনাফে এবার সাড়ে ৫ কোটি টাকার আইস ইয়াবা উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

টেকনাফে এবার সাড়ে ৫ কোটি টাকার আইস ইয়াবা উদ্ধার

গ্রেফতার জামাল

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যংয়ের একটি পরিত্যক্ত বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে ১ কেজি ক্রিস্টাল মেথ আইস ও ২০ হাজার পিস ইয়াবাসহ জামাল হোছন (২৭) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। গতকাল ভোররাতে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বালুখালী আমতলীঘোনা এলাকার আবুল কালাম ড্রাইভারের পরিত্যক্ত বাড়ির ভিতর থেকে এসব আইস ও ইয়াবা উদ্ধার করা হয়। আটক ব্যক্তি হলেন, টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বিজিবি চেকপোস্ট এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, টেকনাফ হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক যায়েদ হাসান ও এএসআই আবদুল মতিনের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বালুখালী আমতলীঘোনার আবুল কালাম ড্রাইভারের পরিত্যক্ত বাড়িতে তল্লাশি চালিয়ে ১ কেজি ক্রিস্টাল মেথ আইস ও ২০ হাজার পিস ইয়াবাসহ জামাল হোছনকে আটক করে। যার আনুমানিক মূল্য ৫ কোটি ৬০ লাখ টাকা।

তিনি আরও জানান, উদ্ধার আইস ও ইয়াবাসহ আটক ব্যক্তিকে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর