শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২ ০০:০০ টা

মাকে গুলি, পালাতে মোবাইল ফোন পানিতে ফেলে দেন ছেলে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের পটিয়ায় গুলি করে মা জেসমিন আক্তারকে হত্যাকারী মাইনুলকে গ্রেফতার করেছে র‌্যাব। নগরের শাহ আমানত সেতু এলাকায় বাসে তল্লাশি চালিয়ে বুধবার বিকালে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব জানায়, যাতে কেউ ধরতে না পারে সেজন্য মোবাইল ফোন পানিতে ফেলে দেন মাইনুল। তার বিরুদ্ধে অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে।

গতকাল সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-৭-এর অধিনায়ক লে. কর্নেল এম এ ইউসুফ।

তিনি জানান, মাকে হত্যা করে পটিয়া থেকে প্রথমে চলে যান দোহাজারী মাইনুল। সেখানে গিয়ে দু-তিন জায়গায় আশ্রয় নেওয়ার চেষ্টা করেন। পরে এক বড় ভাইকে ধরে একজনের ফ্যাক্টরির অফিসে রাতযাপন করেন। হত্যায় ব্যবহৃত অস্ত্রটি একটি গুদামের পাশে লুকিয়ে রাখেন। প্রতিটি কাজ অত্যন্ত ঠান্ডা মাথায় চিন্তাভাবনা করে করেছেন। বুধবার বিকালে দোহাজারী থেকে একটি বাসে ঢাকায় পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। বাসের সুপারভাইজারের সঙ্গে চুক্তি করে টিকিটও কাটেন, যাতে তাকে কেউ ধরতে না পারে সেজন্য মোবাইল ফোনটিও পানিতে ফেলে দেন।’ এম এ ইউসুফ জানান, মাইনুল নেশায় আসক্ত। নিয়মিত গাঁজা-ইয়াবা সেবন করতেন। ছোট থেকেই খুব উচ্ছৃঙ্খল। ২০১৭ সালে পরিবার তাকে দেশের বাইরে পাঠিয়ে দেয়। বিভিন্ন কারণে সেখানে থাকতে না পেরে দুই বছর পর দেশে ফিরে আসেন। আবারও আগের মতো উচ্ছৃঙ্খল জীবনযাপন শুরু করেন। পরিবার থেকে উচ্ছৃঙ্খল চলাফেরার জন্য টাকা না পাওয়ায় তিনি নাখোশ ছিলেন। তিনি বলেন, গত ঈদের পর অস্ট্রেলিয়া থেকে দেশে আসেন মাইনুলের মা ও বোন। বাবা বেঁচে থাকা অবস্থায়ই পারিবারিক সম্পদ নিয়ে ঝামেলা শুরু হয়। কারণ তিনি দেখতে পান ব্যাংকে জমানো টাকার বেশির ভাগই বোনকে উত্তরাধিকার দেওয়া হয়েছে এবং কিছু টাকা মায়ের নামে। জমিজমাও তার নামে তেমন বেশি ছিল না। লে. কর্নেল এম এ ইউসুফ বলেন, ১৩ জুলাই মাইনুলের বাবা মারা যাওয়ার পর থেকেই সম্পত্তি নিয়ে তাদের ভাই-বোনের বিরোধ তুঙ্গে ওঠে। মঙ্গলবার সকালে মেয়ে নীপাকে নিয়ে ব্যাংকে যান জেসমিন আক্তার। কিন্তু মাইনুলকে না জানিয়ে বোনকে নিয়ে ব্যাংকে যাওয়ার কথা শুনতে পেয়ে দুপুরের দিকে মায়ের সঙ্গে তর্ক শুরু করেন। এরই একপর্যায়ে মাকে গুলি করেন। প্রসঙ্গত, মঙ্গলবার পটিয়া পৌরসভার সাবেক মেয়র শামসুল আলমের স্ত্রী জেসমিন আক্তার (৫০) তার সন্তান মাইনুলের গুলিতে নিহত হন।

সর্বশেষ খবর