শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২ ০০:০০ টা

শিল্পকলায় তিন নাটক

সাংস্কৃতিক প্রতিবেদক

শিল্পকলায় তিন নাটক

ছুটির দিনের সন্ধ্যায় গতকাল শিল্পকলা একাডেমির তিন মিলনায়তনে মঞ্চায়ন হয়েছে তিনটি নাট্যদলের তিনটি নাটক। এর মধ্যে জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হয় ফরিদপুরের নাট্য সংগঠন বাংলা থিয়েটারের নাটক ‘সাইরেন’, একই সময়ে জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হয় ঢাকা থিয়েটারের নাটক ‘নিমজ্জন’ ও স্টুডিও থিয়েটার হলে মঞ্চায়ন হয় স্বপ্নদল প্রযোজিত নাটক ‘হেলেন কিলার’।

বাংলা থিয়েটার ফরিদপুর প্রযোজিত ‘সাইরেন’ নাটকটির রচনা ও নির্দেশনায় ছিলেন ওয়াহিদ বিন সিরাজ। জেলখানায় তিন চিহ্নিত কয়েদির পাশাপাশি মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত একজন আসামির প্রেক্ষাপটে এগিয়ে যায় সাইরেন নাটকটির কাহিনি।

সাইরেনের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নিত্য রবি দাস, সহিদ চিশতী, এস এম আল ইমরান, ওয়াহিদ বিন সিরাজ, আনিসুর রহমান, এম এস পলাশ খান, তন্ময় সরকার, ঊর্মি কু ু, বিজয় কুমার দাস, সাজিদ বিন সিরাজ, আফজাল হোসেন, তিতলী হোসেন, কামরুজ্জামান তাপু প্রমুখ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর