শনিবার, ২০ আগস্ট, ২০২২ ০০:০০ টা

দুই দল নারীর মধ্যে ব্যাপক সংঘর্ষ আহত ৫

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ভাঙ্গায় দুই দল নারীর মধ্যে সংঘর্ষ ঘটেছে। এ সময় দা-বঁটির কোপে পাঁচ নারী জখম হয়েছেন। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহত পাঁচজন ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এলে সেখানেও পুনরায় মারামারিতে লিপ্ত হন। খবর পেয়ে থানা পুলিশ গিয়ে তিনজনকে আটক করে। আহত দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে পাঠানো হয়েছে। আর দুজন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। এলাকাবাসীসূত্রে জানা যায়, ভাঙ্গার মানিকদহ ইউনিয়নের আদমপুর গ্রামের সফিকুল মাতুব্বরের ছেলে শরিফুলের সঙ্গে প্রতিবেশী মোমিন মাতুব্বরের মেয়ে সোনালী খেলছিল। একপর্যায়ে দুই শিশুর মধ্যে হাতাহাতি হয়। এ নিয়ে দুই পক্ষের নারীদের মধ্যে দা-বঁটি নিয়ে কোপাকুপির ঘটনা ঘটে। এ সময় সফিকুল ইসলামের স্ত্রী কাজলী আক্তার (৩৮), বোন নিলুফা বেগম (২৭), জাহানারা বেগম (৫০), রেখা আক্তার (২২) ও প্রতিপক্ষের মোমিন মাতুব্বরের বোন স্বপ্না আক্তার (৪০) দা-বঁটির কোপে আহত হন। আহতরা ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এলে বেলা সাড়ে ১১টার দিকে দ্বিতীয় দফা মারামারিতে লিপ্ত হন। খবর পেয়ে ভাঙ্গা পুলিশ গিয়ে তিনজনকে আটক করে। ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার রতন কুমার সিকদার বলেন, গুরুতর আহত নিলুফা বেগম ও রেখা আক্তারের শরীরের একাধিক জায়গায় কোপের চিহ্ন রয়েছে। এ দুজনকে ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়েছে। হাসপাতালে এসেও দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এ ব্যাপারে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম বলেন, এ দুই পক্ষ এলাকায় প্রথমে সংঘর্ষে লিপ্ত হয়েছে। দ্বিতীয় দফা হাসপাতালে এসে সংঘর্ষে লিপ্ত হওয়ার খবর পেয়ে তিনজনকে আটক করা হয়েছে। এখনো কোনো পক্ষ মামলা করেনি।

 

সর্বশেষ খবর